ঘাটাল, 27 মার্চ: ভোট আসে, ভোট যায়, কিন্তু বেহাল রাস্তার আর হাল ফেরে না। দীর্ঘদিন রাস্তা যন্ত্রণায় আবদ্ধ হয়ে শেষমেশ ভোট বয়কটের পোস্টার এলাকার মানুষের (villagers to boycott vote due to poor road condition)। যদিও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি থেকে রাস্তা সারাইয়ের আশ্বাস দেওয়া হয়েছে । তবে এ বিষয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিরোধী দল বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচপুকুর এলাকায়।
ঘটনাক্রমে জানা যায়, পাঁচপুকুর এলাকায় শতাধিক পরিবারের বসবাস। এই এলাকার দু'দিকের প্রবেশপথের প্রায় এক কিলোমিটার রাস্তার দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থা। সেই বাম আমলে একবার রাস্তায় দেওয়া হয়েছিল মোরাম ৷ তারপর থেকে দীর্ঘ কয়েকদিন ধরে রাস্তার বেহাল অবস্থা। মাটির রাস্তা দিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী। এলাকাবাসীদের দাবি, ঢালাই রাস্তা না-হলে আমরা ভোট দিতে যাব না। রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না ৷ তার উপরে সামান্য বৃষ্টি হলেই যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে এই রাস্তা।
এক গ্রামবাসীর কথায়, বিয়ের পর এই গ্রামে যবে থেকে এসেছেন তবে থেকে কাদা রাস্তা পেরিয়ে আমরা যাতায়াত করছি ৷ পাশেই ঘাটাল শহর আমাদের এলাকার রাস্তার এখনও এই অবস্থা। ঢালাই রাস্তা হবে বলে দুইবার পড়েছিল রাস্তার মালপত্র কিন্তু স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে তাও উঠিয়ে নিয়ে গেল ৷ পঞ্চায়েতকে বারে বারে জানিয়েও আজ পর্যন্ত কোনও সুরাহা হয়নি এই রাস্তার। তাই এবার ঢালাই রাস্তা না-হলে ভোট বয়কট থাকবে। যদিও এই রাস্তার বিষয়ে মনোহরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়দেব দোলুইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি।