চন্দ্রকোনা, 5 জুন : বেশ কিছুদিন ধরে রেশনে জিনিসপত্র কম দেওয়ার এবং রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে ৷ রেশন ডিলারকে এজন্য বরখাস্তও করা হয়েছে ৷ অথচ তারপরও পেশিশক্তি এবং মোটা টাকার বিনিময়ে রেশনের মাল দিচ্ছেন ওই ডিলার । এবার এই ডিলারের বিরুদ্ধে করোনা বিধি অমান্য করেই প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামলেন গ্রামবাসীরা ৷ বিক্ষোভ দেখালেন তাঁরা ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই রেশন ডিলার ৷ তিনি জানান, কোর্টের নিয়ম মেনেই মাল দিচ্ছেন তিনি ৷ গ্রামবাসীর বিক্ষোভ সামাল দিতে আসরে নামতে হয় পুলিশকে ।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা 2 নম্বর ব্লকের বান্দিপুর 2 গ্রাম পঞ্চায়েতে রেশন ডিলার সুভাষচন্দ্র ভুঁইয়ার দুর্নীতির অভিযোগ উঠছে বেশ কিছুদিন ধরেই ৷ স্থানীয়দের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন এই রেশন কেন্দ্র থেকে জিনিসপত্র নিয়েছেন ৷ করোনা পরিস্থিতিতে মানুষ অভুক্ত রয়েছেন ৷ কিন্তু এই জুন মাসে তাঁরা রেশন পাচ্ছেন না ৷ কোথা থেকে তাঁরা খাদ্যসামগ্রী পাবেন তা খাদ্য দফতরের তরফেও জানানো হয়নি ৷ দুর্নীতিগ্রস্ত এই রেশন ডিলারের আগেও লাইসেন্স বাজেয়াপ্ত হয়েছিল ৷ তবে তারপরও তিনি কোনওভাবে ফের লাইসেন্স করিয়ে রেশন দিচ্ছেন ৷ গ্রামবাসীরা সাফ জানিয়ে দেন তাঁরা এই রেশন ডিলারের থেকে রেশন নেবেন না ৷ তাঁরা স্বচ্ছ ভাবমূর্তির কাউকে চান ৷