দাসপুর, 18 অগস্ট: নদী এবং নদীবাঁধ থেকে বালি পাচারের (Sand Smuggling) অভিযোগ ৷ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত এবং সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধান ৷ গ্রামবাসীর অভিযোগ, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পাচার হয়ে যাচ্ছে বাঁধের বালি ৷ অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের ৷ যথাযথ পদক্ষেপ করার আশ্বাস প্রশাসনের ৷ যদিও তাতে বিশেষ ভরসা পাচ্ছেন না গ্রামবাসী ৷ বালি চুরি ঠেকাতে তাই রাত জেগে বাঁধ পাহারা দিচ্ছেন তাঁরা ৷ পশ্চিম মেদিনীপুরের দাসপুর-1 ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা ঘিরে চড়ছে রাজনীতির পারদ ৷
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষার মরশুম হওয়ায় আগেই বালি উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন ৷ কিন্তু, তা উপেক্ষা করেই বালি তোলার লিখিত অনুমতি দিয়েছেন পঞ্চায়েত প্রধান অরুণকুমার দলুই ৷ অভিযোগ, সেই 'বেআইনি অনুমতিপত্র'কে শিখণ্ডী করে কাঁসাই নদীর বরো বাঁধ কেটে বালি পাচার করা হচ্ছে ৷ এর বিনিময়ে পঞ্চায়েতকে মোটা টাকা ঘুষ দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন বাসিন্দারা ৷ বিষয়টি জানাজানি হওয়ার পর মঙ্গলবার থেকে শুরু হয়েছে রাতজাগা ! সারা রাত হাতে টর্চ নিয়ে বাঁধ পাহারা দিচ্ছেন গ্রামের মানুষ ৷