নারায়ণগড়, 17 অগাস্ট : দুর্নীতির অভিযোগে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার মারকুণ্ডা ফরেস্ট গার্ডের অফিসে তালা লাগিয়ে গার্ডকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীর । দাবি, অবিলম্বে অভিযুক্ত গার্ডকে সরাতে হবে । দাবি পূরণ না হলে অবস্থান বিক্ষোভ চলবে বলেও জানিয়ে দেয় গ্রামবাসী ।
দুর্নীতির অভিযোগ, ফরেস্ট গার্ডকে সরানোর দাবিতে বিক্ষোভ - protest against corrupt forest guard
ফরেস্ট গার্ডের বিরুদ্ধে আগেই জঙ্গলের কাঠ পাচারসহ নানা দুর্নীতির অভিযোগ করেছেন গ্রামবাসীর । স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ওই গার্ডকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা । পরে তালা লাগিয়ে দেওয়া হয় স্থানীয় ফরেস্ট বিট অফিসে ।
শনিবার দুপুরে মারকুণ্ডা গ্রামের বাসিন্দারা স্থানীয় বিট অফিসের ফরেস্ট গার্ডের বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি কাঠ চুরির সঙ্গে যুক্ত রয়েছেন এবং গ্রামবাসীদের সঙ্গে প্রায়সই দুর্ব্যবহার করেন । তাঁকে ঘেরাও করেই দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ । তাঁদের দাবি, অভিযুক্ত ফরেস্ট গার্ডকে অন্যত্র বদলি করতে হবে । পরে নারায়ণগড় থানার পুলিশ ও এক বন আধিকারিক ঘটনাস্থানে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ফরেস্ট গার্ডকে উদ্ধার করে ।
এক গ্রামবাসী সনজিৎ সিং বলেন, “এই গার্ড রয়েছেন তিনি মদ খেয়ে ডিউটি করেন । আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষদের গালিগালাজ করেন । এছাড়াও কাঠ পাচারসহ আরও দুর্নীতির অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে । আমরা অবিলম্বে ওনাকে এখান থেকে ট্রান্সফারের দাবি জানাচ্ছি ।” বিট অফিসার পৃথ্বীনাথ সরেন বলেন, “গ্রামবাসীদের অভিযোগ আমি শুনেছি । একটা অবজেকশন দিয়েছেন তাঁরা । এই অফিসে তালা দিয়ে দিয়েছেন ।তাঁদের অভিযোগ আমি অবশ্যই খতিয়ে দেখব । যেহেতু আমাদের গার্ডের বিরুদ্ধে দুর্ব্যবহার এবং কাঠ পাচারসহ দুর্নীতির অভিযোগ রয়েছে, সে বিষয়গুলি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব ।”