ঘাটাল, 6 জুন:গরমে যখন ত্রাহি ত্রাহি অবস্থা, একফোঁটা জলের জন্য প্রাণ ওষ্ঠাগত; তখন পানীয় জলের দাবিতে পথ অবরোধ এলকাবাসীর ৷ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকার ঘটনা ৷ পানীয় জলের দাবিতে মঙ্গলবার সকাল থেকে ইলেকট্রিক ট্রান্সফরমার বন্ধ করে ঘাটাল ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর রথতলা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ পরবর্তীতে অঞ্চল সহ-সভাপতির নির্দেশে জল পেলেন প্রতাপপুর গ্রামের মানুষ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এতদিন ভোর 5 টায় পানীয় জল আসত গ্রামে ৷ সম্প্রতি মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সহ-সভাপতি সুবিনয় জানা কয়েকজন গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করেন ৷ সেই বৈঠকের পর থেকে সকালের পরিবর্তে দুপুরে জল দেওয়ার সিদ্ধান্ত হয় ৷ অধিকাংশ গ্রামবাসীকে অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত গ্রহণ হয় বলে অভিযোগ এলাকাবাসীর ৷ তারই প্রতিবাদে এদিন ইলেকট্রিক ট্রান্সফরমার বন্ধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা ৷ সকালের পরিবর্তে দুপুর দু’টো থেকে জল দেওয়া হচ্ছে ৷ সকালের পরিবর্তে প্রতাপপুর গ্রামে জল দেওয়া হবে দুপুর দু'টোর পর থেকে। তারই প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা ৷
গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সহ-সভাপতি সুবিনয় জানা । তাঁকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা । গ্রামবাসীদের অভিযোগ, আগে প্রতাপপুর গ্রামে একটি একটি টিউবয়েল ছিল ৷ বহিরাগতরা এসে সেটা তুলে নিয়ে চলে গিয়েছে ৷ বাকি যে কয়েকটি আছে সেগুলি খারাপ ৷ বিগত সাত বছর ধরে এই এলাকায় জলের ট্যাংক তৈরি হচ্ছে ৷ কবে সেটি সম্পন্ন হবে তা বলা যাচ্ছে না ৷