পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Villagers Agitation in Chandrakona: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সারাইয়ের অভিযোগ! বিক্ষোভ চন্দ্রকোণায় - পথশ্রী প্রকল্প

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সারাই ৷ পথশ্রী প্রকল্পের অধীনে রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছিল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় ৷ নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : May 24, 2023, 7:47 AM IST

রাস্তা সারাই ঘিরে বিক্ষোভ চন্দ্রকোণায়

চন্দ্রকোণা, 23 মে : নিম্নমানের সামগ্রী ব্যবহার করে পথশ্রী প্রকল্পের অধীনে রাস্তা সারাইয়ের অভিযোগ উঠেছে ৷ স্থানীয়দের দাবি, সরকারি নিয়ম না মেনে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের ভগবন্তপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর ও সাউবেড়িয়ার দুই গ্রামে দু’টি পৃথক রাস্তা সারইয়ের কাজ শুরু হয়েছে ৷ এই কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী ৷ সেই অভিযোগে বিক্ষোভ দেখিয়ে রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা ৷ এই দুই রাস্তা সারাইয়ের দায়িত্বে আছে চন্দ্রকোণা-2 নম্বর পঞ্চায়েত সমিতি ।

জানা গিয়েছে, ভগবন্তপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর ও সাউবেড়িয়া গ্রামে পথশ্রী প্রকল্পের অধীনে রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হয়েছিল ৷ কৃষ্ণপুরে ইয়াসিন খাঁনের বাড়ি থেকে মুক্তার বাঁধ পর্যন্ত 1.710 কিমি রাস্তা ঢালাই হবে পথশ্রী নির্মাণ প্রকল্পে ৷ এই কাজে খরচ হবে 65 লক্ষ 5 হাজার 668 টাকা । অপর রাস্তা সাউবেড়িয়া থেকে হাবিবুল্লাহ শেখের বাড়ি পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা ঢালাই হবে ৷ খরচ হবে 39 লক্ষ 42 জাহার 427 টাকা । দায়িত্ব প্রাপ্ত ঠিকাদার সংস্থা রাস্তা ঢালাইয়ের কাজও শুরু করেছে ৷ সমস্ত কাজই হচ্ছে পথশ্রী প্রকল্পের অধীনে ৷

এলাকাবাসীর অভিযোগ, দু‘টি রাস্তার কাজেই সরকারি নিয়ম মানা হচ্ছে না । রাস্তার কাজের জন্য ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী ৷ গ্রামের রাস্তা ড্রেসিং করে তার উপর কাদা মাটি, অব্যবহৃত ইট এবং সামান্য বালি দেওয়া হচ্ছে । এর উপর হবে ঢালাইয়ের কাজ । গ্রামবাসীদের অভিযোগ শুরুতেই এভাবে রাস্তার কাজ করা হলে সেই রাস্তা বেশিদিন টিকবে না ৷ আবারও রাস্তা বেহাল হয়ে পড়বে । আর এই আশঙ্কা থেকেই এলাকার মানুষজন একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হন আজ । দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থাকে কাজ বন্ধ করার আবেদন করেন তাঁরা ৷ দুর্নীতি ঢাকতেই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে বলে অভিযোগ।

গ্রামবাসীদের এই বিক্ষোভ প্রসঙ্গেই তৃণমূল পরিচালিত ভগবন্তপুর-1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল সরকার জানান, পথশ্রী প্রকল্পের কাজ জেলা পরিষদের তত্বাবধানে কাজ হচ্ছে ৷ ঠিক গুণগত মান বজায় রেখে কাজটা যাতে হয় সেদিকেও নজর দেওয়া হয়েছে । তবু গ্রামবাসীদের বিক্ষোভের বিষয়টি বিডিও সাহেবকে জানানো হয়েছে ৷ তিনি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন ৷

আরও পড়ুন:রাস্তা সারাইয়ের টাকা নিয়ে নয়ছয়ের অভিযোগ, ভোট বয়কটের ডাক

এ বিষয়ে চন্দ্রকোণা-2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ বলেন, "কারও কোনও অভিযোগ থাকলে তা লিখিত আকারে ব্লক প্রশাসন বা পঞ্চায়েত সমিতিকে জানাতে হবে । এভাবে বিক্ষোভ দেখালে চলবে না ৷ ঠিকাদার সংস্থার কাছ থেকে অন্য কিছু প্রত্যাশা থাকলে তাও মেনে নেওয়া হবে না ।"

ABOUT THE AUTHOR

...view details