কলকাতা, 2 মে : দেশের সেরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ৷ খেলো ইন্ডিয়া আয়োজিত দেশব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে সেরার পালক জুড়ল পশ্চিম মেদিনীপুরের এই বিশ্ববিদ্য়ালয়ের মুকুটে ৷ দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে লড়াইয়ে শীর্ষস্থান অধিকার করল এই বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দল ৷ সোমবার বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে সেরার সম্মান তুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দলের হাতে । রাজ্যের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে কেন্দ্রীয় স্তরে এই সাফল্য এল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ঘরে (Vidyasagar University Womens football team becomes national champion organised by Khelo India) ৷
বিশ্ববিদ্যালয় উপাচার্য শিবাজী প্রতিম বসু বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আজ একটা গর্বের দিন । এটি চিরস্মরণীয় হয়ে থাকবে ৷ ফুটবলারদের মধ্যে অনেকেই প্রান্তিক এবং আদিবাসী পরিবার থেকে উঠে এসেছে ৷ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা খুব একটা সহজ কথা নয় । তাই দীর্ঘ সময় ধরেই চলেছে প্রশিক্ষণ । পাশাপাশি চলেছে পড়াশোনাও । মহিলা ফুটবল দল রাজ্যে ফিরলে তাঁদের বিশ্ববিদ্যালয়ের তরফে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হবে ৷"