পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Vidyasagar University : মহিলা ফুটবলারদের হাত ধরে দেশের সেরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

সোমবার বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে সেরার সম্মান তুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দলের হাতে। রাজ্যের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে কেন্দ্রীয় স্তরে এই সাফল্য এল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ঘরে (Vidyasagar University Womens football team becomes national champion organised by Khelo India) ৷

Vidyasagar University
মহিলা ফুটবলারদের হাত ধরে দেশের সেরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের

By

Published : May 2, 2022, 11:01 PM IST

কলকাতা, 2 মে : দেশের সেরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ৷ খেলো ইন্ডিয়া আয়োজিত দেশব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে সেরার পালক জুড়ল পশ্চিম মেদিনীপুরের এই বিশ্ববিদ্য়ালয়ের মুকুটে ৷ দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে লড়াইয়ে শীর্ষস্থান অধিকার করল এই বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দল ৷ সোমবার বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে সেরার সম্মান তুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দলের হাতে । রাজ্যের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে কেন্দ্রীয় স্তরে এই সাফল্য এল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ঘরে (Vidyasagar University Womens football team becomes national champion organised by Khelo India) ৷

বিশ্ববিদ্যালয় উপাচার্য শিবাজী প্রতিম বসু বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আজ একটা গর্বের দিন । এটি চিরস্মরণীয় হয়ে থাকবে ৷ ফুটবলারদের মধ্যে অনেকেই প্রান্তিক এবং আদিবাসী পরিবার থেকে উঠে এসেছে ৷ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা খুব একটা সহজ কথা নয় । তাই দীর্ঘ সময় ধরেই চলেছে প্রশিক্ষণ । পাশাপাশি চলেছে পড়াশোনাও । মহিলা ফুটবল দল রাজ্যে ফিরলে তাঁদের বিশ্ববিদ্যালয়ের তরফে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হবে ৷"

আরও পড়ুন : টাইমসের সমীক্ষায় দেশে শীর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

সূত্রের খবর, রাজ্যের ক্রীড়া দফতরের তরফ থেকেও সংবর্ধনা জানানো হতে পারে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দলকে ৷ ধাপে-ধাপে উন্নীত হয়ে অংশ নিতে হয়েছে মূল প্রতিযোগিতায় ৷ স্বভাবতই লড়াইটা খুব সহজ ছিল না ৷ তবু সব বাধা পেরিয়ে প্রথমে রাজ্যের মধ্যে প্রথম স্থান, এরপর পূর্ব ভারতের মধ্যে প্রথম স্থান লাভ করে অবশেষে জাতীয় স্তরে সবকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে খেলে পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ছিনিয়ে নিয়ে এল সেরার শিরোপা।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details