মেদিনীপুর, 10 ডিসেম্বর : জঙ্গলমহলে ছাত্র-ছাত্রীদের IPS ও IAS হওয়ার স্বপ্নপূরণে উদ্যোগী হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ৷ WBSC ও UPSC পরীক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । আজ জেলার প্রশাসনিক আধিকারিকরা এই কর্মশালায় উপস্থিত হয়ে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের দায়িত্বভার নেন । উপস্থিত ছিলেন জেলাশাসক ড. রেশমি কোমল, পুলিশ সুপার দীনেশ কুমার, অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোন্নেইয়া, মহকুমা আধিকারিক-সহ অনেকে । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিবাজীপ্রতিম বসু জানান, ছাত্র-ছাত্রীদের আগামিদিনের ভবিষ্যৎ উজ্জ্বল করতেই এই প্রশিক্ষণ ।
জঙ্গলমহলের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনার পর মূলত শিক্ষকতার দিকেই ঝোঁকেন ৷ কেউই ডব্লিউবিসিএস বা ইউপিএসসি মাধ্যমে পরীক্ষা দিয়ে আইপিএস বা আইএস হওয়ার স্বপ্ন দেখেন না । যাঁরা দেখেন তাঁদের সংখ্যা অতি নগণ্য । এর কারণ আর্থিক সমস্যা এবং সঠিক গাইডেন্সের অভাব । সেই অভাব পূরণ করতেই মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় 1 দিনের কর্মশালার আয়োজন করেছিল ৷ কীভাবে IAS হওয়া যায় তা ব্যাখ্যা করেন জেলাশাসক ৷ পুলিশ সুপার দিনেশ কুমার আইপিএস অফিসার হওয়ার পাঁচটি কৌশল বলে দেন ৷ UPSC ও WBCS পরীক্ষার নিয়ম ও পদ্ধতির বিষয়ে জানতে চান উপস্থিত ছাত্রছাত্রীরা ৷