দাসপুর (পশ্চিম মেদিনীপুর), 12 ডিসেম্বর : দাসপুরে এক পরিবারে তিন সদস্যের অস্বাভাবিক মৃত্যুতে (Daspur Unnatural Death) চাঞ্চল্য ৷ মৃতরা হলেন মৌমিতা বেরা এবং তাঁর মেয়ে অভিষিক্তা বেরা ও ছেলে অভিষেক বেরা (Unnatural Death of Woman and Her Two Children) ৷ পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই শরীর খারাপ করে তিনজনের ৷ লাগাতার বমি করতে থাকেন তাঁরা ৷ কিন্তু, ওই অবস্থায় সারাদিন বাড়িতেই ছিলেন মৌমিতা বেরা এবং তাঁর সন্তানরা ৷ এর পর শনিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয় ৷ কিন্তু, মাঝ রাস্তাতেই মৌমিতা বেরার ছেলে মারা যায় ৷
দাসপুর জ্যোতগোবর্ধন গ্রামের বাসিন্দা সুশান্ত বেরা ৷ তাঁর স্ত্রী মৌমিতা বেরা, মেয়ে অভিষিক্তা বেরা এবং ছেলে অভিষেক বেরা ৷ বৃহস্পতিবার সুশান্ত বেরা কাজের জন্য বেরিয়ে যান ৷ তিনি পেশায় সোনার কারিগর ৷ শুক্রবার সকাল থেকে মৌমিতা বেরা এবং তাঁর মেয়ে ও ছেলে অসুস্থ হয়ে পড়েন ৷ সারাদিন বমি হয় তাঁদের ৷ এই অবস্থায় সারাদিন বাড়িতে ছিলেন তাঁরা সবাই ৷ কিন্তু, শনিবার সকালে তাঁদের সবার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় ৷