মেদিনীপুর 13 অগস্ট: স্বাধীনতা দিবসেও ‘আমরা ওরা’ রাজনীতিতে ক্ষুব্ধ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার ৷ শনিবার মেদিনীপুর সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলন করতে না-পেরে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি ৷ রাজ্যের পক্ষ থেকে নির্দেশ না-আসায় তাঁকে সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলন করতে বাধা দেয় জেল কর্তৃপক্ষ (Minister could not Hoist National Flag) ৷ একরাশ ক্ষোভ উগরে মেদিনীপুর জেল ছাড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ।
75তম আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে শনিবার সকালে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলন করতে এসেছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার । তবে এদিন রাজ্যের তরফে কোনও অনুমোদন না-থাকায় সংশোধনাগারে প্রবেশ করতে পারেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী । তাই কার্যত জাতীয় পতাকা উত্তোলন না-করে নিরাশ হয়ে ফিরে আসেন তিনি । কেন্দ্রীয় মন্ত্রককে সমস্ত বিষয়টি বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি ।