পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অস্বাস্থ্যকর পরিবেশ, ধুঁকছে পশ্চিম মেদিনীপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি - অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির অস্বাস্থ্যকর পরিবেশ

অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, কেন্দ্রে আসা চালের বস্তায় 7-10 কেজি চাল কম থাকছে ৷ ফলে উপভোক্তাদের সঠিক পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া যাচ্ছে না ৷ কিছু সমস্যা রয়েছে, বলছে প্রশাসন ৷

unhygienic-environment-anganwari-workers-complain-against-district-centers
unhygienic-environment-anganwari-workers-complain-against-district-centers

By

Published : Jan 27, 2021, 10:35 PM IST

মেদিনীপুর, 27 জানুয়ারি : অস্বাস্থ্যকর পরিবেশ ৷ আরও হাজারও সমস্যায় ধুঁকছে জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি ৷ কোথাও জলের সমস্যা, কোথাও আবার শৌচালয় নেই ৷ ক্ষোভ বাড়ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে । যদিও প্রশাসন আশ্বস্ত করছে, সমস্যা মিটবে ৷

পশ্চিম মেদিনীপুরে রয়েছে 6318টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ৷ পরিষেবা পান প্রায় চার লাখ শিশু ও প্রসূতি ৷ যদিও কোরোনা পরিস্থিতিতে ভিড় কমেছে ৷ বর্তমানে শুকনো খাবার দেওয়া হচ্ছে উপভোক্তাদের ৷ আগে সাদা ভাতের সঙ্গে ডাল, একটা করে সিদ্ধ ডিম ও সয়াবিনের তরকারি দেওয়া হত ৷ এখন দেওয়া হচ্ছে দু'কেজি চাল, 300 গ্রাম ডাল ও ছোলা ৷ সঙ্গে কখনও কখনও ড্রাই ফ্রুট দেওয়া হচ্ছে । অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, কেন্দ্রে আসা চালের বস্তায় 7-10 কেজি চাল কম থাকছে ৷ সেন্টারে অনেক ক্ষেত্রে সঠিক সময়ে খাদ্য শস্য আসছে না বলেও অভিযোগ ৷ পশ্চিম মেদিনীপুরের অধিকাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে ভাড়া বাড়িতে । সেখানে কাজের উপযুক্ত পরিবেশ নেই বলে অভিযোগ করছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা ৷ নোংরা আবর্জনা বাঁচিয়ে শিশু ও প্রসূতিদের জন্য খাবার রান্না করা কঠিন হয়ে উঠেছে ৷ কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ ৷

আরও পড়ুন: 14 দফা দাবি জানিয়ে নদিয়ার অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ সমাবেশ

জেলার এক অঙ্গনওয়াড়ি কর্মী শুক্লা ঘোষ বলেন, "আগে অস্বাস্থ্যকর পরিবেশে কাঁচা সবজি রান্না করতে হত । কোরোনার কারণে সেই সমস্যা নেই ৷ নতুন সমস্যা, পরিমাণমতো জিনিস পাচ্ছি না । ফলে উপভোক্তাদের সঠিক পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া যাচ্ছে না । এই বিষয়ে আমরা কর্তৃপক্ষকে জানালেও লাভ হয়নি ।"

একইরকম সমস্যার কথা জানিয়েছেন আরেক অঙ্গনওয়াড়ি কর্মী রেখা দাস ৷ তিনি বলেন, "সেন্টারে জলের সমস্যা রয়েছে । সামনে কোনও টিউবয়েল না থাকায় জল আনতে অসুবিধা হত । টয়লেটের অসুবিধা রয়েছে ।"

ধুঁকছে জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি ৷

আরও পড়ুন: চাল ও ডালে পোকা ! ডোমজুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ

আইসিডিএস আধিকারিক পরিমল দাস বলেন, "কিছু সমস্যা রয়েছে । কারণ, বেশিরভাগ ক্ষেত্রে সরকার সেন্টারগুলো গড়ে তুলতে পারেনি ৷ কোথাও কোথাও জলের সমস্যা রয়েছে । তবে আমরা জল-স্বপ্ন প্রকল্পকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সঙ্গে যুক্ত করতে চাইছি ৷ সে ক্ষেত্রে জলের সমস্যা মিটবে ৷"

চালের পরিমাণ নিয়ে প্রশ্নের উত্তরে আইসিডিএস আধিকারিক বলেন, "কিছু উনিশ-বিশ থাকে এফ সি আই-এর বস্তাগুলিতে ৷"

কিন্তু প্রশ্ন উঠছে, সরকার যখন বিভিন্ন খাতে কোটি টাকা ব্যয় খরছে, তখন অঙ্গনওয়াড়ি উপেক্ষিত কেন ?

ABOUT THE AUTHOR

...view details