চন্দ্রকোণা, 22 জুলাই : ভিনরাজ্যে কাজ করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু চন্দ্রকোণার যাদবনগর গ্রামের এক যুবক ৷ চেন্নাই স্টেশনে উদ্ধার হয় বাপ্পা টুডু নামে ওই যুবকের ৷ ঘটনায় প্রতিবেশী নয়ন নামে এক যুবকের বিরুদ্ধে চন্দ্রকোণা থানায় মামলা রুজু করেছে মৃতের পরিবার ৷ পুলিশ সূত্রে খবর, গত 15 জুলাই বাপ্পা তাঁর দাদাকে ফোন করে, তাঁকে ফেরত নিয়ে যেতে বলেছিল ৷ কিন্তু, বাপ্পার কথায় বিশেষ গুরুত্ব দেয়নি তাঁর দাদা ৷ এর কয়েকদিনের মধ্যেই বাপ্পার দেহ উদ্ধার হয় চেন্নাই স্টেশন থেকে ৷ আজ বাপ্পার দেহ চন্দ্রকোণার বাড়িতে পৌঁছেছে ৷
পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার যাদবনগর গ্রামের দিন আনা দিন খাওয়া পরিবারের ছোট ছেলে বাপ্পা টুডু করোনা পরিস্থিতির মধ্যে পরিবারের পাশে দাঁড়াতে কাজের খোঁজ করছিলেন ৷ ঠিক সেই মুহূর্তে প্রতিবেশী এক যুবক নয়ন তাঁকে কাজ পাঅয়ে দেওয়ার কথা বলে ৷ এর পরেই গত 12 জুলাই নয়নের সঙ্গে কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দেয় বাপ্পা ৷ কিন্তু, 15 জুলাই বাপ্পা তাঁর দাদাকে ফোন করে, তাঁকে বাঁচানোর কথা বলেন ৷ পুলিশকে দেওয়া বয়ানে বাপ্পার দাদা জানিয়েছেন, তাঁর ভাই তাঁকে বলেছিল, ‘‘দাদা আমাকে এখান থেকে নিয়ে যা ৷ এরা আমাকে মেরে ফেলবে ৷ ওরা আমাকে মেরে ফেললে তোরা আমাকে খুঁজে পাবি না ৷’’ মৃতের দাদা পুলিশকে জানিয়েছেন, কে এবং কেন তাঁকে মেরে ফেলবে ? সেই প্রশ্ন করা হলে, জাবাব দেওয়ার আগেই ফোন কেটে যায় ৷