পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের বাইক মিছিলে আচমকা ঢুকে পড়ল ডাম্পার, আহত 2 - তৃণমূলের বাইক মিছিল

শনিবার খাকুড়দার জোকুয়া থেকে বেলদা পর্যন্ত প্রায় হাজার দেড়েক বাইক নিয়ে একটি মিছিল সংঘটিত করে নারায়ণগড় ব্লক তৃণমূল। মিছিল চলাকালীন হঠাৎই একটি ডাম্পার ঢুকে ধাক্কা মারে একটি বাইককে ।

আহত 2 কর্মী
আহত 2 কর্মী

By

Published : Feb 20, 2021, 9:46 PM IST

খাকুড়দা, 20 ফেব্রুয়ারি : তৃণমূলের বাইক মিছিলে আচমকায় ঢুকল ডাম্পার । মিছিল চলাকালীন হঠাৎই একটি ডাম্পার ঢুকে পড়ে মিছিলে । মিছিলের শেষ দিকে থাকা বাইক আরোহীকে ধাক্কা মারে ডাম্পারটি । দুর্ঘটনায় আহত দুজন আশঙ্কাজনক অবস্থায় বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি ।

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে জোরদার প্রচারে নামছে সমস্ত রাজনৈতিক দল । শনিবার খাকুড়দার জোকুয়া থেকে বেলদা পর্যন্ত প্রায় হাজার দেড়েক বাইক নিয়ে একটি মিছিল সংঘটিত করে নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেস । সামনের সারিতে হুডখোলা জিপ থেকে নেতৃত্ব দিচ্ছিলেন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, ব্লক সভাপতি মিহির চন্দ সহ জেলা নেতৃত্ব সূর্যকান্ত অট্টরা । মিছিলটি খাকুড়দার জোকুয়া থেকে বেলদার দিকে যাওয়ার সময় অর্জুননিতে মিছিলের শেষের দিকে আচমকাই একটি ডাম্পার ঢুকে পড়ে । মিছিলে থাকা দুজন বাইক আরোহীকে ধাক্কা মারে ওই ডাম্পার । গুরুতর আহত হয় দুজনই । আশঙ্কাজনক অবস্থায় তাদের বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

তৃণমূলের বাইক মিছিল

আরও পড়ুন : ফের মা উড়ালপুলে দুর্ঘটনা, উলটে গেল গাড়ি

তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, শান্তিপূর্ণভাবেই বাইক মিছিল হচ্ছিল । সেই সময় একটি ডাম্পার কোন কারণে ঢুকে পড়ে মিছিলে । এতে আহত হয়েছে দুজন । এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমেছে পুলিশ বাহিনী ।

ABOUT THE AUTHOR

...view details