দাসপুর, 10 এপ্রিল : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুগামীদের নিয়ে তৈরি হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ৷ যার নাম ‘শুভেন্দু প্রেমে আসক্ত আমরা’ ৷ গ্রুপটির অ্যাডমিন খোদ নন্দীগ্রামের বিধায়ক । তবে সেই গ্রুপের সদস্য দাসপুরের তৃণমূলের এক উপপ্রধান এবং এক যুবনেতা তথা তমলুক-ঘাটাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সম্পাদক (Two TMC Leaders in BJP Whatsapp Group Created by Followers of Shuvendu Adhikari) ৷ যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর ৷
আর যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হল গ্রুপের অ্যাডমিন রাজ্যের বিরোধী দলনেতা নিজে ৷ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা দুই তৃণমূল নেতা হলেন, দাসপুরের বাসুদেবপুর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান তথা দাসপুর 1নং ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক কাজল সামন্ত ৷ অন্যজন হলেন, দাসপুরের তৃণমূলের যুবনেতা কৌশিক কুলভী ৷ কৌশিকবাবু তমলুক ঘাটাল কো-অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন কমিটির সম্পাদক পদেও রয়েছেন ৷ বিজেপির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে খোদ শুভেন্দু অধিকারী অ্যাডমিন ৷ সেই গ্রুপে দাসপুরের তৃণমূলের দুই নেতার উপস্থিতিতে বেজায় অস্বস্তিতে জেলা নেতৃত্ব (Controversy Over TMC Leaders Presence in Whatsapp Group of Suvendu Adhikari) ।
আরও পড়ুন : Suvendu Adhikari : কাঁথিতে শুভেন্দুর অরাজনৈতিক সভা নিয়ে গুঞ্জন ; রাজনৈতিক স্থিরতা নেই, বলছে তৃণমূল
এ বিষয়ে দাসপুর 1নং ব্লকের বাসুদেবপুর গ্রামপঞ্চায়েতের প্রধান সাবিনা ইয়াসমিন জানান, তিনি বিষয়টি জানতেন না ৷ সংবাদ মাধ্যমের থেকেই শুনেছেন ৷ তিনি আরও বলেন, গ্রুপে যে নম্বরটি দেখা যাচ্ছে, সেটি উপপ্রধান কাজল সামন্তের ৷ তাঁর মতে, তৃণমূলের থেকে বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা ৷ আবার যেখানে খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন ৷ এটি কখনই বাঞ্ছনীয় নয় বলে মনে করেন পঞ্চায়েত প্রধান সাবিনা ইয়াসমিন ৷ তিনি বিষয়টি ব্লক ও জেলা নেতৃত্বকে জানানোর কথাও বলেছেন ৷
দাসপুর 1নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য তথা ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ গোলাম মোর্তাজা এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ ৷ তিনি অভিযোগ করেছেন, কাজল সামন্ত এবং কৌশিক কুলভী বিজেপি ও শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন ৷ তাঁরা বরাবরই শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত ৷ তাঁদের বিরুদ্ধে তৃণমূলে থেকে দলবিরোধী কাজের অভিযোগও নাকি রয়েছে ৷ যা নিয়ে ব্লক তৃণমূলের বহু নেতা-কর্মী ক্ষুব্ধ হয়ে রয়েছেন ৷