মেদিনীপুর, 3 সেপ্টেম্বর: এবার পশ্চিম মেদিনীপুর জেলা থেকে 2023 সালের শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত হতে চলেছেন দুই শিক্ষক । এই দুই শিক্ষক হলেন ডেবরা থানা শহিদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. রূপা দাশগুপ্ত এবং গোবিন্দপুর মকরামপুর স্বর্ণময়ী শাসমল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক উত্তমকুমার মহান্তি । 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন তাঁদের হাতে শিক্ষারত্ন সম্মান তুলে দেওয়া হবে জেলা প্রশাসনের তরফে । ভার্চুয়ালি 'নবান্ন' থেকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
2006 সালে প্রতিষ্ঠিত হয় ডেবরা থানা শহিদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয় ৷ 2018 সালে এই মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন ড. রূপা দাশগুপ্ত । তারপর থেকে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা,পরিবেশ সমস্ত ক্ষেত্রেই অগ্রগতি হয়েছে এলাকার এই কলেজের । এর আগে 2001 সালে মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে প্রাণীবিদ্যার সহকারী অধ্যাপক হিসেবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন রূপা । পরে সেখানে অধ্যাপনা করার সঙ্গে সঙ্গেই প্রাণীবিদ্যাতে পিএইচডিও করেন তিনি ।
তারপর ডেবরা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন । কলেজের পাঠ্যদান যাতে প্রাণবন্ত ও জীবনমুখী হয়, সেজন্য তাঁর প্রচেষ্টা ছিল নিরবচ্ছিন্ন । যে কারণেই প্রত্যন্ত অঞ্চলের কলেজ হওয়া সত্ত্বেও প্রতি বছরই স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ফলাফলে নজর কাড়ে এই মহাবিদ্যালয়ের । কলেজের অধ্যক্ষের এই সাফল্যে আপ্লুত তাঁর সহকর্মী ও ছাত্র-ছাত্রীরা । তাঁদের মতে, উনি যথার্থ অর্থেই এই পুরস্কারের যোগ্য।
রূপা দাশগুপ্ত বলেন, "দায়িত্ব অনেক বেড়ে গেল । কলেজকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমার লক্ষ্য ।"