চন্দ্রকোনা, 31 জুলাই: বালি বোঝাই গাড়িতে চাপা পড়ে মৃত্যু দুই ছাত্রের ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই ছাত্র ৷ চন্দ্রকোনা রোডের গুইয়াদহ কামারপাড়ার ঘটনা ৷ মৃত দুই ছাত্রের নাম সুরজ ভাঙ্গি ও নিজাম ভাঙ্গি ৷ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে যায় পুলিশ বাহিনী ৷
জানা গেছে, আজ সকাল সাড়ে 10টা নাগাদ সুরজ ভাঙ্গি ও নিজাম ভাঙ্গি স্কুল যাচ্ছিল ৷ তারা কামারপাড়া মাদ্রাসার ক্লাস এইটের ছাত্র । ঘাটাল-চন্দ্রকোনা রোড পার হওয়ার সময় বালি বোঝাই ট্রাকটি সুরজ ও নিজাম সহ আরও দু'জনকে ধাক্কা মারে ৷ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থানেই মৃত্যু হয় সুরজ ও নিজামের ৷ গুরুতর জখম হয় আরও দুই ছাত্র ৷ আহত দুই ছাত্র দাঁড়িগেড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাস্থানে পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে স্থানীয়দের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে ৷ পরে DSP-র নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ৷ পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে ৷ ট্রাকচালক ও খালাসি পলাতক ৷
চন্দ্রকোনায় বালি বোঝাই গাড়ি চাপা পড়ে মৃত দুই ছাত্র - road block
বালি বোঝাই গাড়িতে চাপা পড়ে মৃত্যু দুই ছাত্রের ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই ছাত্র ৷ চন্দ্রকোনা রোডের গুইয়াদহ কামারপাড়ার ঘটনা ৷
ঘটনাস্থানে মোতায়েন পুলিশ
এই ঘটনার প্রতিবাদে কামারপাড়ায় উত্তেজিত জনতা গাছের গুঁড়ি ফেলে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ করে ৷ পুলিশি আশ্বাসে স্থানীয়রা কিছুক্ষণ পর অবরোধ তুলে নেন ৷
Last Updated : Jul 31, 2019, 3:25 PM IST