পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত IIT খড়গপুরের আরও দুই পড়ুয়া

চলতি মাসের 19 তারিখ এই প্রতিষ্ঠানের এক পড়ুয়া কোরোনায় আক্রান্ত হয় ৷ তাকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয় ৷ সেই পডুয়ার সঙ্গে থাকত আরও দুজন ৷ তাদের ও আর এক মেস কর্মীর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ কর্তৃপক্ষ জানিয়েছে, তিনজনের রিপোর্টই পজ়িটিভ এসেছে ৷

Kharagpur News
IIT খড়গপুরের খবর

By

Published : Aug 25, 2020, 8:41 PM IST

কলকাতা, 25 অগাস্ট : ফের কোরোনার সংক্রমণ IIT খড়গপুরে ৷ এলার আক্রান্ত দুই পড়ুয়া ও হস্টেলের এক কর্মী ৷

চলতি মাসের 19 তারিখ এই প্রতিষ্ঠানের এক পড়ুয়া কোরোনায় আক্রান্ত হয় ৷ তাকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয় ৷ সেই পডুয়ার সঙ্গে থাকত আরও দুজন ৷ তাদের ও এক মেস কর্মীর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ কর্তৃপক্ষ জানিয়েছে, তিনজনের রিপোর্টই পজ়িটিভ এসেছে ৷

রেজিস্ট্রার বি এন সিং এবিষয়ে জানান, ''ওই তিনজনের শরীরে তেমন কিছু উপসর্গ দেখা যায়নি ৷ কিন্তু, আমরা কোনওরকম ঝুঁকি নিতে চাইনি ৷ তাই তাদের সোয়াব পাঠিয়ে দিই ৷''

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, একসঙ্গে সাতজন থাকত ৷ কিন্তু, বাকিরা আক্রান্ত হয়নি ৷ তবে সুরক্ষার খাতিয়ে আপাতত হস্টেল বিল্ডিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

প্রসঙ্গত, গত জুন মাসে IIT খড়গপুর একটি বিজ্ঞপ্তি জারি করে ছাত্রদের হস্টেল ছাড়ার নির্দেশ দেয় ৷ পরবর্তী সেমেস্টারের জন্য দুমাস পর ফিরে আসতে বলে ৷ কিন্তু, সেই নির্দেশিকা মানেনি কেউ কেউ ৷ তারা হস্টেলেই থেকে যায় ৷ এরপর ফের বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ ৷ সেখানে অগাস্টের 23 তারিখের মধ্যে হস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয় ৷

ABOUT THE AUTHOR

...view details