চন্দ্রকোনা, 30 এপ্রিল:বাড়ির পাশেরপুকুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই বোনের ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার খাগড়াপাড়া গ্রামে । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ৷ মেয়ে দুটির নাম অঙ্কিতা (11) ও প্রিয়াঙ্কা পাঁজা (10 ৷ তারা তুতো বোন ৷ গিরিশ পাঁজার মেয়ে অঙ্কিতা পাঁজা । অঙ্কিতা ষষ্ঠ শ্রেণির ছাত্রী ৷ অপরজন বিমল পাঁজার মেয়ে প্রিয়াঙ্কা পাঁজা, সে পঞ্চম শ্রেণির ছাত্রী ৷
জানা গিয়েছে, এ দিন সকালে গ্রামেই তাদের বাড়ির অদূরে একটি পুকুরে প্রতিদিনকার মতো স্নান করতে গিয়েছিল দুই তুতো বোন । অনেকক্ষণ হয়ে গেলেও স্নান করে বাড়ি ফেরে না তারা ৷ এরপরই বাড়ির লোক খোঁজ করতে শুরু করে ৷ তারপরই জানা যায় দুই বোন পুকুরের জলে তলিয়ে গিয়েছে । খবর পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ হাসাপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাদের ।