বেলদা 9 মে : পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বাখরাবাদ জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ ৷ গুরুতর আহত হলেন দু'জন ৷
করোনা আবহে এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে , দীর্ঘ কয়েক মাস ধরে বাখরাবাদ জাতীয় সড়কে কাজ চলছে ৷ সেই কারণে রাস্তায় যান চলাচল বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে ৷
ওড়িশা জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ আরও পড়ুন : কবিগুরুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা মোদি-মমতার
এদিন সকালে বেলদা থেকে খড়গপুরগামী একটি দ্রুতগতির লরির সঙ্গে খড়গপুর থেকে বেলদাগামী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনায় আহত হন 2 জন ৷ দুমড়ে মুচড়ে যায় দু'টি লরিই ৷
দুর্ঘটনা দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ ৷ আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ৷