পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডেবরায় লরিতে ধাক্কা অ্যাম্বুলেন্সের, মৃত 2 - ambulance hits at debra

ঘুমের ঘোরে চালক । নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা অ্যাম্বুলেন্সের । দুর্ঘটনায় মৃত দুই ও আহত এক ।

অ্যাম্বুলেন্স

By

Published : Aug 28, 2019, 2:56 PM IST

ডেবরা, 28 অগাস্ট : কলকাতায় রোগী নিয়ে যাওয়ার পর ফেরার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা দিল অ্যাম্বুলেন্স । দুর্ঘটনায় দুইজন মারা গেছেন । আহত হয়েছেন একজন । দুর্ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ডেবরার । আহত ব্যক্তি বর্তমানে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।

স্থানীয় বাসিন্দা রঞ্জন সিং জানান, কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে রোগী ভরতি করে খড়গপুরের দিকে ফিরছিল অ্যাম্বুলেন্সটি । সেই সময় ডেবরার 6 নম্বর জাতীয় সড়কে চণ্ডিবুড়ি মন্দির সংলগ্ন এলাকায় একটি লরি দাঁড়িয়ে ছিল । অ্যাম্বুলেন্সের চালক সম্ভবত ঘুমের ঘোরে ছিল । তাই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিটির পিছনে ধাক্কা মারে ।

দুর্ঘটনায় মারা যায় দুইজন । তাঁদের নাম সৌমিত্র ঘোষ (33) ও সমীর পাত্র (40) । দুর্ঘটনার পর লরির চালক পালিয়ে যায় । ডেবরা থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details