খড়গপুর, 5 জুলাই : ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল খড়গপুর (গ্রামীণ) বিধায়কের গাড়ির । দুর্ঘটনায় বিধায়কের কিছু না হলেও আহত হয়েছেন তাঁর দেহরক্ষী সিন্টু সামন্ত ও বিদ্যা নন্দ চৌধুরি । মেদিনীপুর মেডিকেল কলেজে তাঁরা চিকিৎসাধীন ।
ট্রাকের সঙ্গে বিধায়কের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দেহরক্ষী - colided
ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল বিধায়কের গাড়ির । তবে, আহত হননি বিধায়ক ।
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি
আজ বিধানসভায় কাজ সেরে কলকাতা থেকে মেদিনীপুর ফিরছিলেন বিধায়ক দীনেন রায় । পরিকল্পনা ছিল কলকাতা থেকে চৌরঙ্গী (খড়গপুর) পর্যন্ত বাসে এসে, সেখান থেকে নিজের গাড়ি করে বাড়ি পর্যন্ত পৌঁছানোর । কিন্তু বাসে থাকাকালীনই তাঁর কাছে পথ দুর্ঘটনার খবর আসে ।
বিধায়ক জানতে পারেন, চৌরঙ্গীর কাছে 10 চাকার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁর গাড়ির । আহত হয়েছেন তাঁর দুই দেহরক্ষী । খবর পাওয়া মাত্রই মেদিনীপুর মেডিকেল কলেজে আহত দেহরক্ষীদের দেখতে যান বিধায়ক ।