মেদিনীপুর, 17 অক্টোবর : দেওয়ালি পুতুল ৷ নাম শুনেছেন ? দীপাবলির মরশুমে কিন্তু এই পুতুলের চাহিদা যথেষ্ট ৷ রাজ্যের অনেক জায়গায় কালীপুজোর সময় দেওয়ালি পুতুল পুজোর প্রচলন রয়েছে । মেদিনীপুর শহরের কুমোরপাড়ার দাস পরিবার দীর্ঘদিন ধরে দেওয়ালি পুতুল গড়ছেন ।
প্রায় 80 বছর আগে দাস পরিবার শুরু করেছিল দেওয়ালি পুতুল গড়া ৷ পরবর্তীতে একটা সময় পরিবারের সদস্যরা পুতুল গড়া বন্ধ করে দেন । দাস পরিবারে বিয়ে হয়েছে তুলসীর । তিনি বিয়ের পর শ্বশুরবাড়ি এসে দেখেন, স্বামীর একার রোজগারের টাকায় সংসার চলছে না । নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা ৷ তখন তিনি দেওয়ালি পুতুল গড়া শুরু করেন । পরিবারের বন্ধ হয়ে যাওয়া ট্রাডিশন ফের নতুন করে প্রাণ পায় তুলসীর হাতে। সংসারের কাজ সামলে দেওয়ালি পুতুল গড়তে শুরু করেন তিনি ৷ এখন দেওয়ালি পুতুল গড়ে তিনি যা রোজগার করেন, তার জেরে সংসারে কিছুটা শ্রী ফিরেছে ।
তুলসী গড়েন থিম ভিত্তিক দেওয়ালি পুতুল । থিমের মধ্যে রয়েছে কালিয়া দমন ,গজলক্ষ্মী ,মৎস্যকন্যা ,সীতাহরণ, দেবী দুর্গা ,শিবাজি ,নরসিংহ ,কার্তিক ইত্যাদি । এক হাত থেকে শুরু করে দশ হাত দীর্ঘ দেওয়ালি পুতুল গড়েন তিনি । এ ছাড়া রয়েছে 1 প্রদীপ থেকে 28 প্রদীপের দেওয়ালি পুতুল ৷ কলকাতার পাশাপাশি তুলসীর তৈরি দেওয়ালি পুতুলের অন্য রাজ্যেও বাজার রয়েছে । এবার তুলসী 5000 দেওয়ালি পুতুল গড়ার অর্ডার পেয়েছেন ৷ তাই নাওয়া-খাওয়া ভুলে তিনি এখন ব্যস্ত পুতুল তৈরিতে ।