নারায়ণগড় 18 ই মার্চ: ছেলে মদ খেয়ে এসে বাড়িতে করত রোজ অশান্তি । বারণ করলে জুটত হুমকি ও মারধর । শনিবার একই ঘটনার পুনারাবৃত্তি হওয়ায়, নাতিকে বাঁচাতে রাগের বশে ছেলেকে বাঁশের আঘাত বাবার (Father Hit his own Son) ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলের ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) নারায়ণগড় ব্লকের গড় রাধানগর অঞ্চলের কেয়াঝুরি এলাকায় । অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ (Grandfather in Police Custody) ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাধানগর অঞ্চলের কেয়াঝুরি এলাকার বাসিন্দা গুই প্রামাণিক ৷ অভিযোগ, প্রত্যেকদিন ছেলে মৃন্ময় প্রামাণিক মদ্যপ অবস্থায় পরিবারে অশান্তি করত । এমনকি বাবা-মাকেও মারধর করতে বলে দাবি পরিবারের । শনিবার দুপুরে, তেমনই মদ্যপ অবস্থায় অশান্তি করছিল ছেলে মৃন্ময় । এরপর মৃন্ময় বাবা-মাকে ছেড়ে নিজের সন্তানকে মারতে উদ্যত বলে নিজেকে আর ধরে রাখতে পারেননি দাদু গুই প্রামাণিক ৷ বচসা চরম পর্যায়ে পৌঁছলে রাগের মাথায় গুই, তাঁর ছেলে মৃন্ময়কে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে । ঘটনাস্থলেই মৃত্যু হয় মৃন্ময়ের ৷ অনিচ্ছাকৃত খুনের মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া ৷