পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গার্ডওয়াল ভেঙে রেললাইনে পড়ল ট্রাক : দেখুন ভিডিয়ো - truck fell on the railway track from over bridge

গম নিয়ে আজ খড়গপুর থেকে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল ট্রাকটি । গোকুলপুর ও গিরি ময়দানের নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারে ।

পণ্যবাহী ট্রাক
পণ্যবাহী ট্রাক

By

Published : Jun 19, 2020, 6:45 PM IST

Updated : Jun 19, 2020, 7:31 PM IST

খড়গপুর, 19 জুন : রেশনের গম নিয়ে 6 নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল । কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে খড়গপুর উড়ালপুলের গার্ডওয়াল ভেঙে উপর থেকে নিচে রেল লাইনে পড়ল ট্রাক । দুর্ঘটনায় গুরুতর আহত হন চালক । বর্তমানে তিনি মেদিনীপুরে মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । আপাতত মেদিনীপুর-হাওড়া শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে ।

আজ খড়গপুর থেকে ঝাড়গ্রামের উদ্দেশে রওনা দিয়েছিল ট্রাকটি । গোকুলপুর ও গিরি ময়দানের কাছে 6 নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল । সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মারে ট্রাকটি। গার্ডওয়াল ভেঙে উপর থেকে সোজা নিচে রেললাইনে পড়ে । ট্রাকের মধ্যেই ফেঁসে যান চালক ও খালাসি । বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা । খবর দেওয়া হয় পুলিশে । খালাসিকে কোনওরকমে ট্রাক থেকে বের করে আনা হয় । তড়িঘড়ি খড়গপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ।

ট্রাকের ভিতর থেকে চালক ও খালাসিকে বের করা হচ্ছে

কিন্তু ট্রাকের চালক ভিতরে আটকে পড়েন । ঘণ্টাখানেকের চেষ্টায় শেষমেশ তাঁকে উদ্ধার করা হয় । তাঁকেও খড়্গপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । আপাতত মেদিনীপুর-হাওড়া শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে ।

উড়ালপুল থেকে রেললাইনে পড়ল পণ্যবাহী ট্রাক

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ ।

Last Updated : Jun 19, 2020, 7:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details