পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 5, 2022, 8:08 PM IST

ETV Bharat / state

Triplets born in Midnapore : বিরল অস্ত্রপচারের মাধ্যমে একসঙ্গে তিন শিশু জন্মাল মেদিনীপুরে

একই সঙ্গে তিন শিশুর জন্ম হল মেদিনীপুরে (Triplets born in Midnapore) ৷ বিরল অস্ত্রপচারের মাধ্যমে তা সম্ভব হল ৷ সুস্থ রয়েছে মা ও সদ্যোজাতরা ৷

Midnapore News
একসঙ্গে তিন শিশু জন্মাল মেদিনীপুরে

মেদিনীপুর, 5 জানুয়ারি : ক্রমবর্ধমান কোভিড সংক্রমণ ৷ করোনা আতঙ্কের মধ্যেই বিরল ঘটনা পশ্চিম মেদিনীপুরে ৷ একসঙ্গে তিন শিশুর জন্ম দিলেন আবাস তলকুয়ের বাসিন্দা রুফিনা হেমব্রম ৷ মেদিনীপুরে নার্সিংহোমে এক পুত্র সন্তান এবং দুই কন্যাসন্তানের জন্ম হল বিরল এক অস্ত্রপচারের মাধ্যমে (Triplets born in a nursing home in Midnapore) ৷ খুশি চিকিৎসক-সহ পরিবারবর্গ ।

করোনা গ্রাফ রাজ্যে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে ৷ ছড়াচ্ছে ওমিক্রন আতঙ্ক ৷ নতুন করে জারি হয়েছে বিধি-নিষেধ ৷ এসবের মধ্যেই এক বিরল দৃষ্টান্ত মেদিনীপুরে ৷ একসঙ্গে জন্মাল তিন শিশু ৷ সাধারণত এমনটা ঘটে না ৷ এধরনের বেশিরভাগ ক্ষেত্রেই বাঁচানো সম্ভব হয় না শিশুদের ৷ তবে এক্ষেত্রে তিন সদ্যোজাতই জন্মেছে সুস্থভাবেই ৷ তা সম্ভব করেত পেরে খুশি চিকিৎসকরা ৷

আবাস তলকুয়ের বাসিন্দা রুফিনা হেমব্রম গর্ভবতী হওয়ার পর চিকিৎসকের থেকে জানতে পারেন তাঁর গর্ভে একই সঙ্গে তিনটি বাচ্চা রয়েছে ৷ স্থানীয় চিকিৎসক কিঙ্কর সিংয়ের কাছে তাঁর দেখভাল চলতে থাকে । একসঙ্গে তিন শিশুকে কীভাবে ভূমিষ্ঠ করা হবে তা ভাবতে গিয়ে কালঘাম ছুটে যায় চিকিৎসকদের । কারণ এই ধরনের ক্ষেত্রগুলিতে সাফল্য প্রায় আসে না বললেই চলে ৷ তবে অবশেষে 32 সপ্তাহের মাথায় বিরল অস্ত্রপচারের মাধ্যমে এই তিন শিশুকে সুস্থভাবে ভূমিষ্ঠ করা গিয়েছে ৷

এক শিশুপুত্র এবং দুই শিশুকন্যার মধ্যে সর্বকনিষ্ঠের ওজন হয়েছে 1 কেজি 60 গ্রাম মাত্র, যা-ও একটি বিরল ঘটনা ৷ কারণ এত কম ওজনের সুস্থ শিশু জন্মানো প্রায় অসম্ভব । বাকি দুই শিশুর ওজন যথাক্রমে 1 কেজি 650 গ্রাম ও 1 কেজি 360 গ্রাম ৷

কোভিড পরিস্থিতির মধ্যেও ফুটফুটে তিন শিশুর জন্মের পর খুশি পরিজন থেকে চিকিৎসকরা

চিকিৎসক দীপক কুমার মাসান্ত বলেন, "এই ধরনের জটিল এবং একসঙ্গে তিন শিশু ভূমিষ্ঠ হওয়ার ঘটনা খুবই বিরল । আমাদের দেশে প্রতি 7 হাজার প্রসূতির মধ্যে একসঙ্গে তিনটি শিশুর জন্ম দিয়েছেন 1 জন ৷ যদিও বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর একসঙ্গে জন্ম হওয়া তিন শিশুর মধ্যে দু'টি বা একটা মারা শিশু যায় ৷ কিন্তু আমাদের চিকিৎসকের সফল অপারেশনের মধ্য দিয়েই শিশু তিনটি সুস্থ স্বাভাবিক রয়েছে । ডেলিভারি করা হয় মূলত 42 সপ্তাহ পর ৷ কিন্তু 32 সপ্তাহের মধ্যেই এই প্রসূতিকে ডেলিভারি করিয়ে তিন শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে ৷ এটা একটা একটি অন্যতম বিরল ঘটনা । ভূমিষ্ঠ হওয়া শিশুদের মধ্যে একটি শিশুর ওজন 1 কেজি 60 গ্রাম, যা-ও অন্যতম বিরল ঘটনা । আমরা কামনা করব, এই শিশুরা যেন সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে ৷"

সমীক্ষায় দেখা গিয়েছে, প্রতি 7 হাজার গর্ভবতী মহিলার মধ্যে একজন একসঙ্গে তিনটি শিশুর জন্ম দেশ ভারতে ৷ তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভূমিষ্ঠ হওয়ার তিন শিশুর মধ্যে কেউ না কেউ মারা যায় । তিন শিশুই বাঁচার খবর সচরাচর পাওয়া যায় না ৷ তবে মেদিনীপুরের বিশিষ্ট চিকিৎসকদ্বয় কিঙ্কর সিং ও চাইল্ড শিশু বিশেষজ্ঞ দীপক কুমার মাসন্তের তত্ত্বাবধানে মেদিনীপুরের একটি নার্সিংহোমে গত 25 সে ডিসেম্বর সেই অসাধ্য সাধন হয়েছে ৷ আগের দিন অর্থাৎ 24 ডিসেম্বর ভর্তি করা হয় রুফিনাকে ৷ জন্মানোর পর সদ্যোজাতদের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে (Special Newborn Care Unit- SNCU) রাখা হয় ৷ সুস্থ তাদের বাড়ি ফেরার অপেক্ষায় শুধু আত্মীয়-পরিজনরাই নন, রয়েছেন চিকিৎসকরা, নার্সিংহোম কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : Baby born in Malda Station : পাশে মেরি সহেলি; ট্রেনে সন্তানের জন্ম দিলেন মহিলা

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details