পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Leader: বিজেপির জয়ী প্রার্থীদের দলে টানতে টাকার টোপ ! বেঁধে রাখা হল তৃণমূল নেতাকে - বিজেপির জয়ী প্রার্থী

টাকা নিয়ে বিজেপির জয়ী প্রার্থীদের কিনতে এসেছেন তৃণমূল নেতা ৷ এই অভিযোগে ওই তৃণমূল নেতাকে বেঁধে রাখলেন বিজেপি কর্মীরা ৷ ঘটনাটি ঘাটালের ৷ পরে তাঁকে তুলে দেওয়া হল পুলিশের হাতে ৷

TMC Leader
তৃণমূল নেতা

By

Published : Aug 5, 2023, 2:48 PM IST

Updated : Aug 5, 2023, 4:26 PM IST

বিজেপির জয়ী প্রার্থীদের দলে টানতে টাকার টোপ !

ঘাটাল, 5 অগস্ট: 11 অগস্ট হবে বোর্ড গঠন ৷ তার আগেই এলাকায় বিজেপির জয়ী প্রার্থীকে টাকার টোপ দেওয়ার অভিযোগ তৃণমূল নেতা অসিত গোস্বামীর বিরুদ্ধে ৷ তবে সেই কাজে তিনি সফল হননি বলে দাবি গেরুয়া শিবিরের ৷ তাঁকে ধরে নিয়ে গিয়ে বেঁধে রাখলেন বিজেপি কর্মী সমর্থকরা । এরপর তাঁকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে । এই ঘটনায় ক্ষোভ ব্যক্ত করেছে বিজেপি । অন্যদিকে শাসকদল তৃণমূলের উলটো সুর গাইছে । তাদের বক্তব্য, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও নেতা-কর্মী সমর্থক জড়িত নয় ।

এ বিষয়ে স্থানীয় বিজেপি কর্মী পার্থ পাল বলেন, "তিন দিন ধরে আমাদের এই সুলতানপুরের বিজেপি প্রার্থী কাকলি কুড়েকে টাকা দিয়ে কেনার চেষ্টা চলছিল । আমরা পরিকল্পনামাফিক কাকলির ব্যাগে একটা মোবাইল দিয়ে রাখি ৷ যাতে পুরো কল রেকর্ডিং হয়েছে । এরপর তিনি যখন টাকা নিয়ে তাঁর সঙ্গে দেখা করেন তৃণমূল নেতাকে হাতেনাতে ধরে ফেলি । এই অপসংস্কৃতির আমরা প্রতিবাদ জানাচ্ছি । আমরাই বোর্ড গঠন করব এই প্রতিশ্রুতি দিলাম ।"

ঘাটাল তৃণমূল ব্লক সভাপতি দিলীপ মাঝি বলেন, "যে তৃণমূল নেতার কথা আপনারা বলছেন সে কোন এলাকা বা সংগঠনের নেতা আমাদের ঠিক জানা নেই । ওই অসিত বাবুর সঙ্গে দলের কোন সম্পর্ক নেই । তাছাড়া যে ঘটনার কথা আপনারা বলছেন সেই ঘটনা সম্পর্কে আমাদেরকে খতিয়ে দেখতে হবে । আমরা শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে ভোট করিয়েছি এবং সেই ভাবে বোর্ড গঠন হবে । আমরা কোনও কেনা বেচার সঙ্গে যুক্ত নই ।"

আরও পড়ুন:জয়ী বিজেপি প্রার্থীকে শংসাপত্র না দেওয়ার অভিযোগ, বিডিওর বিরুদ্ধে বিক্ষোভ

জানা গিয়েছে, পঞ্চায়েত বোর্ড গঠন করতে হলে চাই একজন জয়ী প্রার্থী ৷ আর তাই এখন চলছে জেতা প্রার্থী কেনাবেচার কাজ । আর সেই প্রার্থী কিনতে এসেই ধরা পড়ে যাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ যাকে ঘিরে উত্তাল ঘাটাল এলাকা । ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের বালিডাঙ্গা এলাকায় । সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের মোট 21টি আসন ৷ পঞ্চায়েত নির্বাচনে 21টি আসনের মধ্যে দশটি পেয়েছে তৃণমূল, দশটি বিজেপি এবং একটি নির্দল অর্থাৎ ত্রিশঙ্কু হয়েছে ৷

তৃণমূল বোর্ড গঠন করতে নির্দল-সহ বিজেপি জয়ী প্রার্থীদের শাসকদলে যোগদানের জন্য অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছে বলে দাবি বিজেপির । অভিযোগ, শুক্রবার বিকেলে টাকা ভরতি ব্যাগ নিয়ে মনসুকা এলাকার তৃণমূল নেতা অসিত গোস্বামী বিজেপি প্রার্থীর কেনার জন্য ফোন করেন এবং পৌঁছে যান ইড়পালা এলাকায় । এরপরই অসিতকে এলাকার বিজেপি সমর্থকরা দড়ি দিয়ে বেঁধে ফেলেন । ব্যাগ ভরতি টাকা নিয়ে বিজেপির জয়ী প্রার্থীদের কিনতে এসেছেন এই তৃণমূল নেতা অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন তাঁরা । দীর্ঘক্ষণ তৃণমূল নেতাকে ঘেরাও করে রাখা হয় ৷ এরপর খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ গিয়ে উদ্ধার করে তৃণমূল নেতা অসিত গোস্বামীকে ।

আরও পড়ুন:জলাশয়ের ধার থেকে উদ্ধার ব্যালট পেপার, আদালতের দ্বারস্থের হঁশিয়ারি বিজেপি প্রার্থীর

এ বিষয়ে বিজেপি বিধায়ক শীতল কপাটের বক্তব্য, তাঁরা এর আগে অভিযোগ করেছেন ৷ সম্প্রতি এই সপ্তাহ দু'তিনদিন ধরে দেখা যাচ্ছে শাসকদলের নেতারা বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে বিজেপির জিতে যাওয়া প্রার্থীদের । তারা ছলে বলে চাইছে কেনাবেচা করে ভয় দেখিয়ে বিজেপির প্রার্থীদের দলে টানার এবং বোর্ড গঠন করার । তাঁর দাবি, যদিও বিজেপির প্রার্থীরা কেউই তৃণমূলে যাননি । তিনি বলেন, "অসিত গোস্বামী যেভাবে এই কেনাবেচার জন্য প্রকাশ্যে এসে বলছেন তাতে এক ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো হচ্ছে বলে আমরা মনে করি । তাই শাসকদলের এই ঘৃণ্য রাজনীতিকে আমরা প্রতিবাদ জানাই । আমরা প্রশাসনকে জানিয়েছি ৷ তারা যদি ব্যবস্থা না নেয় আমরা এই নেতাদের পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামব ।"

Last Updated : Aug 5, 2023, 4:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details