ঘাটাল, 18 মার্চ : ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাটের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ তাঁর সঙ্গে থাকা তিন বিজেপি কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ ৷ আজ ঘাটালের কোতলপুরে প্রচারে বেরিয়েছিলেন তিনি ৷ অভিযোগ শীতল কপাট এবং তাঁর সঙ্গীদের লাঠি দিয়ে মারা হয় ৷
পশ্চিম মেদিনীপুরে একদিকে যখন তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারের ঝড় তুলেছেন মুখ্য়মন্ত্রী ৷ তখন আরেকদিকে ঘাটালে প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী শীতল কপাট ৷ বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন, তিনি কোতলপুরে যখন বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছিলেন, তখন একদল তৃণমূল কর্মী তাঁদের উপর চড়াও হয় ৷ তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা বিজেপি কর্মীদের লাঠি দিয়ে মারধর করা হয় ৷ ঘটনায় বিজেপি প্রার্থী আহত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে ৷ তবে, শুধু প্রার্থীকে নয়, প্রার্থীর সঙ্গে থাকা বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি হাসি হালদারকেও তৃণমূলের লোকজন মারধর করে বলে অভিযোগ ৷