খড়ার 17 মার্চ : তৃণমূল থেকে বহিষ্কার করা হল খড়ার পৌরসভার নতুন চেয়ারম্যান অদ্যুৎ মণ্ডলকে (Trinamool Congress Expelled Kharar's Chairman Adyut Mandal For Not Abiding Party's Decision) ৷
দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে দলের মনোনীত চেয়ারম্যানকে মান্যতা না দিয়ে, খড়ার পৌরসভায় ভোটাভুটিতে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে নতুন চেয়ারম্যান (Kharar Municipality Chairman) নির্বাচিত হন অদ্যুৎ মণ্ডল ৷ দলের ভাবমূর্তি কালিমালিপ্ত করায় তাঁকে বহিষ্কার করল তৃণমূল ।
আরও পড়ুন : Suvendu Adhikari Privilege Motion : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস, তদন্তে প্রিভিলেজ কমিটি
প্রসঙ্গত, 10 ওয়ার্ড বিশিষ্ট খড়ার পৌরসভায় শপথ গ্রহণকে ঘিরে টানাপোড়েন ও চরম উত্তেজনা দেখা যায় । দলের নির্বাচিত চেয়ারম্যানকে মেনে নিতে পারেনি তৃণমূলের (TMC) একাংশ । শপথ গ্রহণের আগে খড়ার পৌরসভার সামনে তৃণমূলের দুই পক্ষের বিক্ষোভে উত্তেজনার সৃষ্টি হয়। নতুন চেয়ারম্যান নির্বাচনের জন্য শুরু হয় ভোটাভুটি ।
আর এই ভোটাভুটিতে তৃণমূলের (Trinamool Congress) বিক্ষুব্ধদের পাশে দাঁড়ান বিজেপির দুই জয়ী কাউন্সিলর । এতেই নতুন মোড় নেয় খড়ার পৌরসভায় । দলীয় নেতৃত্বদের উপস্থিতিতে দলের মনোনীত চেয়ারম্যান সন্ন্যাসী দোলুইকে হারিয়ে জয়ী হন খড়ার পৌরসভার 7 নং ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর অদ্যুৎ মণ্ডল ।
খড়ারের চেয়ারম্যান অদ্যুৎ মণ্ডলকে বহিষ্কার তৃণমূলের বিজেপির দুই কাউন্সিলরের সমর্থন পেয়ে 6-8 ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন অদ্যুৎ মণ্ডল ।
আরও পড়ুন : Election Campaigning Time Change: 12 এপ্রিলই ভোট, আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনের প্রচারের সময় বাড়ল
এরপরই নিজের দলের কয়েকজন কাউন্সিলরের এহেন ভূমিকায় কড়া মনোভাব দেখাল রাজ্য তৃণমূল কংগ্রেস । রাজ্যের নির্দেশ মতো ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদাইত ঘোষণা করেন, "খড়ার পৌরসভার ঘটনায় দলের বিরুদ্ধে গিয়ে ভাবমূর্তি নষ্টের জন্য অদ্যুৎ মণ্ডলকে অনির্দিষ্টকালের বহিষ্কার করা হয়েছে । শুধু তাই নয়, তাঁর সঙ্গে দলের অন্য কোনও নেতা-কর্মীরাও যদি সম্পর্ক রাখেন, তাঁদের বিরুদ্ধেও দল একইভাবে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করবে ।"
আর দল তাকে বহিষ্কার প্রসঙ্গে চর্চিত অদ্যুৎ মণ্ডল (Adyut Mandal) বলেন, "দল আমাকে বহিষ্কার করলেও আমার কিছু যায় আসে না । জনস্বার্থ আমার কাছে বড় ৷ তবে আমি দলবিরোধী কোনও কাজ করব না।’’
আরও পড়ুন : Arambagh Municipality : আরামবাগ পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে ঘাসফুলের ব্যানার ঘিরে বিতর্ক
তিনি আরও বলেন, "দল হয়তো নির্দিষ্ট কোন ভাবনার প্রেক্ষিতে, রিপোর্টিংয়ের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমি খড়ারবাসীর কথা ভেবে তাঁদের ভাবনা বাস্তবায়িত করতে এই ভোটাভুটিতে গিয়েছি। "