বেলিয়াবেড়া (ঝাড়গ্রাম), 22জুলাই : ঝাড়গ্রামে তৃণমূল-BJPসংঘর্ষlপুলিশ সহ আহত উভয় পক্ষের ছয়জন ৷ঝাড়গ্রামের বেলিয়াবেড়া ব্লকের কালিঞ্জা গ্রামের ঘটনা ৷ সংঘর্ষে তিনজনতৃণমূলকর্মী দু'জনBJPকর্মী ও বেলিয়াবেড়া থানারICআক্রান্ত হয়েছেন । জখমদের মধ্যে একতৃণমূলকর্মীর অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে ইতিমধ্যেই কলকাতায় স্থানান্তরিত করাহয়েছে ৷ বাকিরা ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । এলাকায় মোতায়েনকরা হয়েছে পুলিশ ।
21 শে জুলাইয়ের আবহে তৃণমূল-BJPসংঘর্ষ উত্তপ্ত ঝাড়গ্রামেরবেলিয়াবেড়া ব্লকের কালিঞ্জা গ্রাম । গতকাল কালিঞ্জা গ্রামে সুবর্ণরেখা নদীর পাড়তৈরির জন্য ১০০ দিনের প্রকল্পের কাজ চলছিল । অভিযোগ ওই কাজ শেষ করে যখন কয়েকজনশ্রমিক বাড়ি ফিরছিল তখনই পরিকল্পিতভাবে স্থানীয়BJPকর্মীরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়তাদের উপর ।21শেজুলাই উপলক্ষে গ্রামে আগে থেকেই মোতায়েন ছিল পুলিশ ৷ পুলিশের সামনেই ঘটে এই ঘটনা ৷দুইপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হয় বেলিয়াবেড়া থানারICগৌতম চক্রবর্তী । তৃণমূলের অভিযোগ,যে শ্রমিকদের উপর গতকাল আক্রমণ করাহয়েছে তারা সদ্যBJPছেড়েতৃণমূলে যোগদান করেছে ৷ তাই বদলা নিতেBJPপরিকল্পিকভাবে হামলা চালায় ৷
21 শে জুলাই শহিদ দিবসে তৃণমূল-BJP সংঘর্ষ, আহত পুলিশকর্মী সহ 6
কালিঞ্জা গ্রামে সুবর্ণরেখা নদীর পাড় তৈরির জন্য ১০০ দিনের প্রকল্পের কাজ চলছিল । অভিযোগ ওই কাজ শেষ করে যখন কয়েকজন শ্রমিক বাড়ি ফিরছিল তখনই পরিকল্পিতভাবে স্থানীয় BJP কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তাদের উপর ।
তৃণমূলেরঅভিযোগ,এই ঘটনায়এক তৃণমূলকর্মী আশিস ঘোষের মাথায় ধরালো অস্ত্র দিয়েBJPকর্মীরা আঘাত করেছে। তাঁকে ঝাড়গ্রামসুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করাহয় ৷ যদিও সকল অভিযোগ অস্বীকার করেছেBJP৷BJP-র পালটা অভিযোগ তাদের কর্মীরা জমিতেকাজ করছিল সেই সময় কোদাল,লাঠিনিয়েBJPকর্মীদেরউপর চড়াও হয় তৃণমূল । এই ঘটনায়BJP-র বেলিয়াবেড়া পঞ্চায়েত সমিতিরসদস্য সমীর খিলাড়ি এবং বেলিয়াবেড়া মন্ডল সভাপতি স্বপন বেরা গুরুতর জখম । জখমসকলকেই পুলিশ উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ।প্রাথমিক চিকিৎসার পর তৃণমূল এবংBJPউভয় পক্ষের বেশ কয়েকজনকে ছেড়েদেওয়া হয় । তবে দুইজনBJPকর্মীও তিনজন তৃণমূল কর্মী ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ভরতি।
বেলিয়াবেড়াব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি কালিপদ সুর বলেন, "মানুষBJPছেড়ে তৃণমূলে যোগদান করছে ফলে পায়েরতলায় মাটি সরে যাচ্ছেBJP-র। তাই পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের উপর আক্রমণ চালিয়েছেBJP।তৃণমূলের এই অভিযোগকে উড়িয়ে দিয়েBJP-র ঝাড়গ্রাম জেলা সভাপতি সুকুমারসৎপতির দাবি, "দিনদিন কোণঠাসা হচ্ছে তৃণমূল । তাই আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে । আমাদের কর্মীরাজমিতে কাজ করছিল সেই সময় তৃণমূলের লোকজন কোদাল,লাঠি নিয়ে আমাদের কর্মীদের উপর চড়াওহয় । মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে শহিদদের জন্য21শে জুলাই পালন করছেন ৷ অপরদিকেকর্মীদের দিয়ে অন্যান্য দলের কর্মীদের শহিদ করার চক্রান্ত করছেন ।"
ঝাড়গ্রামের পুলিশ সুপারঅমিতকুমার ভরত রাঠোর বলেন, "আমাদেরএক পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন ৷ ঘটনার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকেআটক করা হয়েছেl"