পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Tribal Woman Raped: মেলা দেখে ফেরার পথে আদিবাসী মহিলাকে গণধর্ষণ ! অধরা অভিযুক্তরা - পশ্চিম মেদিনীপুরে ধর্ষণ

মেলে দেখে বাড়ি ফেরার পথে যুবকের বিকৃত লালসার শিকার আদিবাসী মহিলা ৷ পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকার এই প্রকাশ্য আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে (Gangrape incident in West Midnapore) ৷

Tribal Women Rape
প্রতীকী ছবি

By

Published : Feb 26, 2023, 3:52 PM IST

দাসপুর, 26 ফেব্রুয়ারি: মেলা দেখে বাড়ি ফেরার পথে এক আদিবাসী মহিলার ওপর ঝাঁপিয়ে পড়ে দুই যুবক (tribal woman gangraped in Paschim Medinipur)। এরপর চলে নারকীয় অত্যাচার। এই ঘটনায় ওই আদিবাসী মহিলার শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ তুলে দোষীদের গ্রেফতারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আদিবাসী সংগঠন। ঘটনায় চাঞ্চল্য দাসপুরে। অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ ৷ অভিযুক্তদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে ৷

জানা গিয়েছে, গত 23 ফেব্রুয়ারি তথা শনিবার রাতে মেলা দেখে রাতের বেলা বাড়ি ফিরছিলেন ওই আদিবাসী মহিলা ৷ ফেরার পথে দুই যুবক তাঁকে একটি ইট ভাটার মধ্যে টেনে নিয়ে গিয়ে শারীরিক নিগ্রহ ও শ্লীলতাহানি করে ৷ অভিযুক্তরা দু’জনেই ইট ভাটার কর্মী ৷ মহিলার উপর অত্যাচারের খবর পেয়ে অভিযুক্তদের শাস্তির দাবি জানানো হয় স্থানীয় আদিবাসী সংগঠনের তরফে ৷ তাদের অভিযোগ, ইট ভাটার দুই কর্মীকে বাঁচানোর চেষ্টা করছেন মালিকের ৷ সংগঠনের পক্ষ থেকেও প্রশাসনের দ্বারস্থ হন তাঁরা ৷

আরও পড়ুন:নাবালিকাকে যৌন হেনস্থা করে খুনের অভিযোগে গ্রেফতার পড়শি যুবক, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর

ইতিমধ্যেই আদিবাসী সংগঠনের সদস্যরা ঘটনার বিস্তারিত জানিয়ে দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । সংগঠনের পক্ষ থেকে রাকেশ নায়েকের দাবি, অভিযুক্ত দুই যুবক ইট ভাটারই কর্মচারী। মেলা দেখে ইটভাটার পাশের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন ওই আদিবাসী মহিলা ৷ সেই সময় ওই দুই যুবক অতর্কিতে মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে। মহিলার শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণও করা হয়েছে বলে অভিযোগ করছেন লালসার শিকার ওই তরুণী । ইতিমধ্যে দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে । যদি অভিযুক্তদের গ্রেফতার না-করা হয় তাহলে তাঁরা আন্দোলনের পথে যাবে বলেও জানান সংগঠনের নেতা রাকেশ নায়েক।

ABOUT THE AUTHOR

...view details