পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডেবরায় আদিবাসী মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়েছে, দাবি ভারতীর - ভারতী ঘোষ

রবিবার ডেবরা থানা এলাকায় এক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় । তাঁকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর । মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে "নির্লজ্জশ্রী" বললেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ।

tribal-woman-from-debra-has-been-raped-and-murdered-claim-bharati-ghosh
tribal-woman-from-debra-has-been-raped-and-murdered-claim-bharati-ghosh

By

Published : Jan 12, 2021, 10:26 AM IST

ডেবরা 11 জানুয়ারি : ডেবরায় এক আদিবাসী মহিলা খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে "নির্লজ্জশ্রী" বললেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ । সোমবার আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করেন তিনি ৷ এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ও স্থানীয় পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন । ওই মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে দাবি করেন তিনি ৷

রবিবার ডেবরা থানা এলাকায় এক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় । মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর । শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরোন, তারপর আর ফেরেননি । এরপর রবিবার ভোরে তাঁর দেহ মেলে । রবিবার সকালে দেহের খোঁজ মিলতেই ক্ষোভে পথ অবরোধ করে এলাকাবাসী । পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে । এরপর সোমবার মৃতের বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত । সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ভারতী ঘোষ ৷ পুলিশকে তৃণমূলের দলদাস বলে উল্লেখ করেন ৷

আরও পড়ুন: রাজনীতিবিদদের দালালি করলে কেন্দ্র আরও কঠোর হবে : ভারতী

ভারতী ঘোষ বলেন, "তিন দিন ধরে মহিলার দেহ পড়ে রয়েছে ৷ পুলিশ তদন্ত করছে না । পরিবারের সদস্যরা থানায় গিয়ে অভিযোগ জানতে গেলে তাঁদের মারধর করা হচ্ছে ৷ এখানকার ওসি ঘুষ খেয়ে বসে রয়েছে । দোষীদের গ্রেপ্তার করছে না । আমি এর শেষ দেখে ছাড়ব ।"

আরও পড়ুন: পরিযায়ী শ্রমিকরাই মমতাকে পরিযায়ী করে দেবেন : ভারতী ঘোষ

ভারতীর কটাক্ষ, "হাথরসের ঘটনায় মুখ্যমন্ত্রী রাস্তায় হেঁটে প্রতিবাদ জানান, বাংলার আদিবাসীরা নির্যাতিত ও খুন হলে মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন । আমি এখানে দাঁড়িয়ে আপনাকে নির্লজ্জশ্রী আওয়ার্ড দিয়ে যাচ্ছি । বাংলার মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বাংলার লজ্জা আপনি । এই সরকারের বিরুদ্ধে আদিবাসীদের গণআন্দোলনে যাওয়া উচিত ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details