খড়গপুর, 1জুন: বরযাত্রী বোঝাই বাসে উঠে তৃতীয় লিঙ্গের মানুষের টাকা চাওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড খড়্গপুরের চৌরঙ্গীতে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ৷ বৃহস্পতিবারের এই ঘটনায় ক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের এই সমস্যার প্রতিবাদ জানিয়েছেন ৷ ঘটনায় বাস ভাঙচুর করার অভিযোগ উঠেছে বৃহন্নলাদের বিরূদ্ধে ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন বরযাত্রী ৷
জানা গিয়েছে, এই দিন একটি বরযাত্রী বোঝাই বাস বিষ্ণুপুর থেকে খড়্গপুরের উদ্দেশে যাচ্ছিল। চৌরঙ্গীর কাছে ট্রাফিক সিগনালে বাসটি দাঁড়িয়ে পরে ৷ ঠিক সেই সময় সিগনালে থাকে বেশ কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষ বাসটিতে আচমকাই উঠে পড়ে টাকা চাইতে শুরু করেন ৷ টাকা দিতে চাইলে বরযাত্রীদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়ে যায় ৷ ধীরে ধীরে বাড়তে থাকে চিৎকার, চেঁচামেচি ৷ হাতাহাতি হয় বলেও অভিযোগ ৷ বরযাত্রীদের মধ্যে একজনের অভিযোগ, "রাস্তার মাঝে বাস দাঁড় করিয়ে জোরজুলুম করে টাকা চাইতে থাকেন তৃতীয় লিঙ্গের মানুষরা ৷ আমরা অনুরোধ করেছিলাম, গরিব ঘরের বিয়ে ৷ আমাদের ছেড়ে দিন ৷ তাতেও তাঁরা শোনেননি ৷ এরপরেই তাঁরা ইট, লাঠি নিয়ে বাস ভাঙচুর করে ৷ বাসের সামনের কাঁচ পুরো ভেঙে দিয়েছ ৷ ইটের আঘাতে শিশু ও মহিলা-সহ আহত হয়েছেন বেশ কয়েকজন বর যাত্রী।"