পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সংবাদপত্রের গুরুত্ব বোঝাতে বাড়িতেই খবরের গ্রন্থাগার অবন্তী জানার - importance of newspaper

ওড়িশা ঘেঁষা পঞ্চাশ বছরের একটি পুরনো বাড়ি । পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সীমান্ত এলাকায় বাইপাটনা গ্রামের বাসিন্দা হলেন অবন্তী জানা । নিজের ঘরটিকে বানিয়েছেন একটি নার্সারি স্কুল ৷ সবুজে ঘেরা এই বাড়িতে রয়েছে আস্ত একটা গ্রন্থাগার ৷ সঙ্গে পুরনো ম্যাগাজিন ও বিভিন্ন ভাষার পুরনো থেকে নতুন সংবাদপত্র । হঠাৎ কেন এই সংবাদপত্র সংরক্ষণের নেশা ? জানতে চাওয়ায় পুরনো দিনে ফিরে গেলেন অবন্তীবাবু ৷

অবন্তী জানা
অবন্তী জানা

By

Published : Jul 7, 2021, 12:26 PM IST

দাঁতন, 7 জুলাই : পঞ্চাশোর্ধ অবন্তী জানা ৷ নিজের বাড়িতেই বানিয়েছেন কাগজের গ্রন্থাগার । এই গ্রন্থাগারে রয়েছে ভিন্ন স্বাদের পুরনো দিনের বহুচর্চিত সংবাদপত্র । সংবাদপত্র সংরক্ষণ করা একরকম নেশা হয়ে দাঁড়িয়েছে অবন্তীবাবুর । সংবাদপত্রের মূল্য বর্তমান প্রজন্মকে বোঝানোই তাঁর এই গ্রন্থাগারের উদ্দেশ্য ।

ওড়িশা ঘেঁষা পঞ্চাশ বছরের একটি পুরনো বাড়ি । পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সীমান্ত এলাকায় বাইপাটনা গ্রামের বাসিন্দা হলেন অবন্তী জানা । নিজের ঘরটিকে বানিয়েছেন একটি নার্সারি স্কুল ৷ সবুজে ঘেরা এই বাড়িতে রয়েছে আস্ত একটা গ্রন্থাগার ৷ সঙ্গে পুরনো ম্যাগাজিন ও বিভিন্ন ভাষার পুরনো থেকে নতুন সংবাদপত্র । হঠাৎ কেন এই সংবাদপত্র সংরক্ষণের নেশা ? জানতে চাওয়ায় পুরনো দিনে ফিরে গেলেন অবন্তীবাবু ৷

উচ্চমাধ্যমিক পড়ার সময় থেকেই সংবাদপত্র এবং ম্যাগাজিন সংরক্ষণ করার বিষয়টি মাথায় আসে অবন্তীবাবুর । 1982 সাল থেকে লেগে পড়েন সংবাদপত্র ও ম্যাগাজিন সংগ্রহে ৷ প্রতিদিনের পুরনো সংবাদপত্র থেকে নতুন প্রায় সব সংখ্যার বিভিন্ন ম্যাগাজিন, কী নেই তাঁর গ্রন্থাগারে ৷

স্নাতকোত্তর পাশ করার পর বাবার ব্যবসা সামলাতেন অবন্তীবাবু । তখন থেকেই বাংলা-ওড়িশা সীমান্তের ইতিহাস চর্চা থেকে বিভিন্ন রচনাবলী ও পুরনো বই কিনে তা পড়ার পাশাপশি সংরক্ষণও করতে শুরু করেন । অবন্তীবাবু ও তাঁর সহধর্মিনী দুজনের প্রচেষ্টাতেই বাড়িতে তৈরি করেছেন স্কুল ৷ এলাকার ছাত্রছাত্রীদের সংবাদপত্র পড়ার নেশা ও বইয়ের প্রতি ঝোঁক বাড়াতে তাঁর এই উদ্যোগ ৷ তাঁর বাড়িতে এসে বই ও সংবাদপত্র পড়ার জন্য আবেদনও করেন এলাকার ছেলে-মেয়েদের । যেখানে বর্তমান যুগে সকালের টাটকা খবরের কাগজ বিকেলে ঠোঙা বানানোর কাজে লাগে, সেখানে পঞ্চাশোর্ধ্ব অবন্তীবাবুই বুঝিয়েছেন সংবাদপত্রের গুরুত্ব ।

আরও পড়ুন :কার অধিকার বেশি, দুই মায়ের টানাপোড়েনে বালিকার ঠাঁই সরকারি হোমে

কথা প্রসঙ্গে অবন্তীবাবু শোনালেন তাঁর সংবাদপত্র সংরক্ষণের ইতিহাস ৷ তাঁর কথায়, "যখন ছোট ছিলাম তখন পেপার শুধুই পড়তাম ৷ কিনে সংরক্ষণ করার মতো পয়সা ছিল না । এরপর অনেকের মুখে শোনার পর যখন সংবাদপত্রের গুরুত্ব বুঝলাম তখন থেকেই সংরক্ষণ করা শুরু করি । শুধু পুরনো দিনের কাগজ সংরক্ষণ তা নয়, পুরনো ম্যাগাজিন-সহ বিভিন্ন ছোট-বড় উপন্যাস, কবিতা সমস্ত রকমের বই সংরক্ষণ করতাম ৷"

সংবাদপত্রের গুরুত্ব বোঝাতে বাড়িতেই খবরের গ্রন্থাগার বানিয়েছেন অবন্তী জানা

পুরানো দিনের কথা স্মরণ করে বলেন, "ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিনয় ঘোষ ও স্বপন বসু এই তিন জন ব্যক্তি পুরনো সংবাদপত্র সংরক্ষণ নিয়ে বহু কাজ করেছেন ৷ তাঁদের কাছেও অনুপ্রেরণা পেয়েছি ৷ তাই পুরনো খবরের কাগজ কেজি দরে বিক্রি না করে তা সংরক্ষণ করার নেশা আমার মধ্যে জেগে ওঠে । পরবর্তীকালে বাবার ব্যবসা সামলানোর সৌজন্যে হাতে পয়সা থাকার জন্য় সংবাদপত্র কিনে সংরক্ষণ করা শুরু করি ৷"

তাঁর গ্রন্থাগারে পুরনো দিনের হাজার হাজার সংবাদপত্র সংরক্ষণ করা আছে অতি যত্নে । তিনি বলেন, "বর্তমানে স্কুলের ছাত্র-ছাত্রীদের খবরের কাগজ পড়ার জন্য আবেদন করি এবং তারা মাঝেমধ্যেই এই গ্রন্থাগারে এসে বিনামূল্যে খবরের কাগজ ও ম্যাগাজিন পড়ে ৷ বর্তমান প্রজন্ম যাতে এই পুরনো খবরের কাগজের মূল্য বোঝে সেই অপেক্ষায় আছি । "

ABOUT THE AUTHOR

...view details