পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ABVP সমর্থকদের মারধর, কাঠগড়ায় TMCP - TNCP-ABVP clash west bengal

অভিযোগ, ফি বৃদ্ধি ইশুতে প্রতিবাদ করলে TMCP সমর্থকরা ABVP সমর্থক পড়ুয়াদের মারধর করে

ABVP সমর্থকদের মারধর, কাঠগড়ায় TMCP

By

Published : Aug 28, 2019, 1:31 AM IST

Updated : Aug 28, 2019, 4:54 AM IST

মেদিনীপুর, 28 অগাস্ট : ফি বৃদ্ধির প্রতিবাদে এগরা বাজকুল রাস্তার অবরোধ করলেন পড়ুয়ারা । মূলত ABVP-এর সমর্থক পড়ুয়ারাই অবরোধ অভিযানে অংশ নেন । অভিযোগ, সেই ঘটনাকে কেন্দ্র করে TMCP সমর্থকরা ABVP সমর্থক পড়ুয়াদের মারধর করে ৷ ফি বৃদ্ধিকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করায় যানজটের সৃষ্টি হয় । বাজকুল মিলন বিদ্যালয়ের ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে পুলিশে ৷

পড়ুয়াদের অভিযোগ, 3100 টাকার ফি দেওয়ার সাধ্য তাঁদের নেই । ফি কমানোর জন্য কলেজের অধ্যক্ষের কাছে জানানো হয়েছিল । সেই সময় কলেজের TMCP-র ছাত্র সংসদের ছাত্ররা তাঁদের হেনস্থা করে বলে অভিযোগ করেছেন তাঁরা।

বিক্ষোভকারী ছাত্রী সঙ্গীতা জানা বলেন, ''আমাদের কলেজে কর্তৃপক্ষ ফি বৃদ্ধি হিসেবে 3100 টাকা করেছে। পাশের কলেজে তা 2700 টাকা ৷ ফি কমানোর জন্য কলেজের অধ্যক্ষের কাছে গেলে আমাদের তৃণমূলের ছাত্র সংসদের ছাত্ররা হেনস্থা করে, আপত্তিকর ভাষায় গালিগালাজ করে । ''

অভিযোগ, ABVP-র সমর্থক তিন ছাত্র গুরুতর আহত হয়েছেন মারধরের ঘটনায় । তাঁদের ভগবানপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে ৷

Last Updated : Aug 28, 2019, 4:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details