পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভারতী ঘোষের হাত ধরে তৃণমূল ছেড়ে BJP তে যোগদান - undefined

সদস্য সংগ্রহ অভিযানকে সামনে রেখে তমলুক সাংগঠনিক জেলায় BJP - র তরফ থেকে আজ চারটি এলাকায় কর্মসূচি নেওয়া হয়েছিল । সকাল থেকে টানা বৃষ্টির কারণে তিনটি কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেয় জেলা BJP নেতৃত্ব ।

ভারতী ঘোষের হাত ধরে তৃণমূল ছেড়ে BJP তে যোগদান

By

Published : Jul 6, 2019, 8:39 PM IST

কোলাঘাট ,6 জুলাই : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে সদস্য সংগ্রহ অভিযানে ভারতী ঘোষের হাত ধরে তৃণমূল কংগ্রেস ও CPI (M) ছেড়ে BJP তে যোগদান করলেন ৭০ জন সংখ্যালঘু সহ ৩০০ জন । শনিবার বিকেলে কোলাঘাটে দলীয় কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ভারতী । উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক, সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সাদ্দাম হোসেন সহ অন্যান্যরা ।

সদস্য সংগ্রহ অভিযানকে সামনে রেখে তমলুক সাংগঠনিক জেলায় BJP - র তরফ থেকে আজ চারটি এলাকায় কর্মসূচি নেওয়া হয়েছিল । সকাল থেকে টানা বৃষ্টির কারণে তিনটি কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেয় জেলা BJP নেতৃত্ব । বিকেলে বৃষ্টির মধ্যে শুরু হয় সদস্য সংগ্রহ অভিযান ।

পরে ভারতী ঘোষ তৃণমূলকে কটাক্ষ করে বলেন, "পুলিশকে সামনে রেখে শিখণ্ডী করে তৃণমূল সরকার চলছে । কাটমানি ফেরতের দাবিতে আমাদের পাড়ায় পাড়ায় বিক্ষোভ চলতে থাকবে ।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details