মেদিনীপুর, 2 মার্চ : পশ্চিম মেদিনীপুরেও সবুজ ঝড় ৷ জেলার সাতটি পৌরসভাতেই জিতল তৃণমূল (TMC Wins in all seven Municipality of West Medinipur) ৷ 2019 সালের লোকসভা ভোটে মেদিনীপুরে যে গেরুয়া ঝড় লক্ষ্য করা গিয়েছিল, তা এবার কার্যত শেষ ৷ যদিও গত বছরের বিধানসভা ভোটের ফলে সেই ইঙ্গিত কিছুটা হলেও মিলেছিল ৷ এবার তারই পুনরবৃত্তি হল ৷ যা দেখে মেদিনীপুরের বিধায়ক তৃণমূলের জুন মালিয়া (TMC MLA June Malia) বললেন, ‘‘খেলা শেষ হল ।’’
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, রামজীবনপুর, ক্ষীরপাই, চন্দ্রকোনা, খড়গপুর, মেদিনীপুর এবং খড়ার পৌরসভায় গত রবিবার ভোট হয় । সবক’টিতেই তৃণমূল জিতেছে ৷ বিরোধী সবুজ ঝড়ে কার্যত উড়ে গিয়েছে ৷ সামগ্রিক হিসেবে দেখা যাচ্ছে যে এই সাত পৌরসভায় সব মিলিয়ে 120টি ওয়ার্ড ৷ তার মধ্যে 97টিতে তৃণমূল কংগ্রেস জিতেছে ৷ বাকিগুলি পেয়েছে বিরোধীরা ৷ বাকিগুলিতে বিজেপি 8টি, কংগ্রেস 7টি, বামেরা 6টি ও নির্দল 2টিতে জিতেছে ৷