মেদিনীপুর, 17 ফেব্রুয়ারি : ফ্লেক্স বিতর্কে সরগরম মেদিনীপুর পৌর এলাকা (TMC Poster Controversy at Medinipur Municipal Election 2022) ৷ সেখানকার 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একটি ফ্লেক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Union Home Minister Amit Shah) অপমান করা হয়েছে বলে অভিযোগ ৷ এই নিয়ে মেদিনীপুর শহরে উত্তেজনা ছড়ায় ৷ বিজেপির তরফে পথ অবরোধ করা হয় ৷ তারা নির্বাচন কমিশনে অভিযোগ করবে বলেও জানিয়েছে (BJP to file Complaint to EC) ৷ আর বিতর্ক তৈরি হতেই পোস্টার সরিয়ে নেওয়ার কথা বলেছে তৃণমূল কংগ্রেস ৷
আগামী 27 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের 108টি পৌরসভায় ভোট (Bengal Civic Polls 2022) ৷ সেই তালিকায় রয়েছে মেদিনীপুরও (Medinipur Municipal Election 2022) ৷ তাই সবপক্ষই পশ্চিম মেদিনীপুরের সদর শহরে প্রচারে ঝড় তুলেছে ৷ চারিদিকে রাজনৈতিক পোস্টার, ফ্লেক্স, ব্যানারে ভোটের প্রচার দেখা যাচ্ছে ৷ 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন কাউন্সিলর অনিমা সাহার সমর্থনে একটি ফ্লেক্স টাঙানো হয়েছে ৷ সেই ফ্লেক্স ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক ৷
সেখানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (TMC Chairperson Mamata Banerjee) দেবীদুর্গা রূপে দেখানো হয়েছে ৷ দশ হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের কথা বলা হয়েছে ৷ অসুরের জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ বসানো হয়েছে ৷ মহিষের কাটা মুন্ডুর জায়গায় রাখা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখ ৷ এছাড়া তিনটি ছাগলের ছবি দিয়ে কংগ্রেস, বিজেপি ও সিপিএম সমর্থকদের বোঝানো হয়েছে ৷ আর তৃণমূল কাউন্সিলর অনিমা সাহাকে দেবীরূপে দেখানো হয়েছে ৷ বোঝানো হয়েছে, তিনি মমতার আরেক রূপ ৷ তিনিও দশহাতে এলাকার উন্নয়ন করেন ৷