ডেবরা, 9 অগস্ট: আদিবাসী দিবসের অনুষ্ঠানের মিছিলকে উদ্দেশ্য করে কটূক্তি অভিযোগ ৷ তার পালটা হিসেবে বুধবার পার্টি অফিস ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল আদিবাসী জনকল্যাণ মঞ্চের সদস্যদের বিরুদ্ধে । এর পরে তীব্র উত্তেজনা তৈরি হয় পশ্চিম মেদিনীপুরের ডেবরার ভবানীপুর-1 অঞ্চলের শ্যামনগর গ্রামে । পরে পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷
ডেবরার শ্যামনগর গ্রামে আদিবাসী সমাজের মানুষেরা আন্তর্জাতিক আদিবাসী দিবসকে সামনে রেখে একটি মিছিলের আয়োজন করে । অভিযোগ, সেই সময় তৃণমূলের পার্টি অফিসে বসে থাকা জনা কয়েক মিছিলে যোগ দেওয়া আদিবাসীদের উদ্দেশ্য করে কটূক্তি করেন । এরই প্রতিবাদ করে আদিবাসী সমাজের মানুষেরা । এরপরে ক্ষিপ্ত হয়ে পার্টি অফিসে আদিবাসী সমাজের সদস্য়রা পালটা ভাঙচুর চালায় বলে অভিযোগ ৷ পরে আগুন ধরিয়ে দেওয়া হয় শ্যামনগরে তৃণমূলের কার্যালয়ে ।
যদিও এ দিন এই জনকল্যাণ মঞ্চে সদস্যরা মাইকে ঘোষণা করেন, ‘‘তৃণমূল কার্যালয়ে থেকে যে কটূক্তি তাঁদের উপর করা হয়, তারই জেরেই এই ঘটনা ঘটানো হল । এখন থেকেই শাসকদলকে সাবধান করা হচ্ছে আগামিদিনে এই ধরনের কোনোরকম কটূক্তি ঘটলে বড় বৃহত্তর আন্দোলনে নামা হবে ।’’