পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল বাঁধাকপির মতো, ছাড়তে ছাড়তে পার্টিটাই উঠে যাবে : দিলীপ - bjp

আজ মনোনয়নপত্র জমা দেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দিলীপ ঘোষ।

BJP নেতা দিলীপ ঘোষ

By

Published : Apr 20, 2019, 11:34 PM IST

Updated : Apr 20, 2019, 11:39 PM IST

মেদিনীপুর, 20 এপ্রিল : "তৃণমূল পার্টি হল বাঁধাকপির মত, ছাড়াতে ছাড়াতে একদিন গোটা পার্টিটায় উঠে যাবে ।" আজ মনোনয়নপত্র জমা দিয়ে এই মন্তব্য করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দিলীপ ঘোষ ।

ভিডিয়োয় শুনুন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী দিলীপ ঘোষের বক্তব্য

নরেন্দ্র মোদি পশ্চিমবাংলায় প্রার্থী হবেন কি না সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, "আমরা আগেই বলেছিলাম কোনও একজন সিনিয়র লিডার যদি পশ্চিমবাংলায় দাঁড়ান, তাহলে পশ্চিমবাংলার পরিস্থিতি অনুকূল হবে । ওঁকে প্রস্তাব দেওয়া হয়েছে । যদি উনি তা গ্রহণ করেণ তবে তা আমাদের সৌভাগ্য । এখন শুধু এইটুকুই জানি প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় 15টি সভা করবেন ।"

ভারতী ঘোষকে CID-র জেরা প্রসঙ্গে বলেন, "ভারতী ঘোষ প্রচার যাতে করতে না পারে সেই জন্যই CID জেরা করছে। এর উত্তর সাধারণ মানুষ দেবে। কারণ অনেকরকম ভাবে আমাদের হেনস্থা করা হচ্ছে। প্রার্থীকে মারা হচ্ছে । অফিস ভাঙচুর করা হচ্ছে । এটা নতুন কিছু না । গণতান্ত্রিক ভাবে লড়াই করার শক্তি যখন শেষ হয়ে যায়, তখন অনৈতিক ভাবে লড়াই করার চেষ্টা হয় । যেভাবেই তৃণমূল লড়ুক, আমরা লড়ব এবং জিতব ।"

অন্যদিকে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবও আজ মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন, "সব দলকে অনুরোধ করব বক্তব্য রাখার সময় যেন সৌজন্যবোধটুকু দেখান।" এর উত্তরে দিলীপবাবু বলেন, "তৃণমূলের লোকেদের দেব যেন আগে এই পরামর্শ দেন ।"

কেন্দ্রবাহিনীকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নিরপেক্ষতার সাথে কাজ করতে। এই বিষয়ে দিলীপবাবু বলেন, "এ কী কথা শুনিয়াছি মন্থরার মুখে । জীবনে যে কোনওদিন নিরপেক্ষ হয়নি । সে অন্যকে নিরপেক্ষ হতে বলছে । যিনি আমাদের মনোনয়ন জমা দিতে দিচ্ছেন না, আমাদের প্রচার করতে দিচ্ছেন না, আমাদের প্রার্থী দিতে দিচ্ছেন না, আমাদের মাঠ দিচ্ছেন না, হল দিচ্ছেন না, হেলিকপ্টারের অনুমতিও দিচ্ছেন না, তাঁর মুখে কি এইকথা শোভা পায় ? পরিস্থিতি খারাপ বলে তিনি ভালো ভালো কথা বলছেন ।"

Last Updated : Apr 20, 2019, 11:39 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details