ঘাটাল (পশ্চিম মেদিনীপুর), 10 জানুয়ারি: ঘাটাল উৎসব ও শিশু মেলাকে (Ghatal Mela) ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয় অতীতে ৷ মেলায় ব্রাত্য রাখার অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে ঘাটালের বিধায়ক বিজেপির (BJP) শীতল কপাটকে । আর কয়েকদিন বাদেই শুরু হবে এবারের ঘাটাল উৎসব ও শিশু মেলা । এবার মেলায় সেই বিতর্কের অবসান ঘোচাতে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এসে মেলায় বিজেপি বিধায়ককে আহ্বান জানালেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব (TMC MP Dev) ।
সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভার দাসপুরে বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব । সেখানেই ঘাটাল উৎসব ও শিশু মেলায় বিজেপি বিধায়ককে আমন্ত্রণ না জানানোর অভিযোগ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ দেবকে প্রশ্ন করা হয় ৷ তিনি মেলাকে রাজনীতির বাইরে রেখে সকলের উপস্থিতির আহ্বান জানান । এমনকি বিজেপি বিধায়ক শীতল কপাটের নাম নিয়ে তাঁকে এবছরের মেলায় আসার আহ্বান জানান তিনি ।
বিগত বছরে ঘাটাল উৎসব ও শিশু মেলায় ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাটকে ব্রাত্য রাখার অভিযোগ তুলে সরব হয়েছিলেন বিধায়ক নিজেই । এমনকি শাসকদল তৃণমূল ঘাটাল উৎসব ও শিশু মেলাকে রাজনীতিকরণ করে তুলেছে, তাতে মেলার ঐতিহ্য নষ্ট হচ্ছে বলেও তাঁর অভিযোগ ছিল । আর কয়েকদিন বাদেই শুরু হবে ঘাটাল উৎসব ও শিশু মেলা, এবছর মেলাকে ঘিরে যাতে কোনও বিতর্ক তৈরি না হয় সাংসদ প্রতিনিধি রামপদ মান্নাকে নির্দেশও দেন বিধায়ককে ডাকার জন্য ।
তাঁর সাংসদ প্রতিনিধিকে মেলায় বিধায়ককে ডাকার নির্দেশের পর দেব বলেন, "এটা কোনও পলিটিক্যাল এজেন্ডা নয় ৷ আমার মনে হয় অতিথি হিসাবে সবাই আসতে পারে । আমি চাইব মেলার মঞ্চে কোনও দলের পতাকা থাকবে না ৷ না আমার দলের না অন্য কোনও দলের । এই মেলা ঘাটালবাসীর মেলা৷ ঘাটালে সমস্ত দলের কর্মীরা থাকে সমস্ত দলের ফলোয়াররা থাকে এটা তাঁদের জন্য মেলা । এটা কোনও পলিটিক্যাল মেলা নয় ৷ এটা আমার তৃণমূলের মেলা নয় ৷ এটা সাধারণ মানুষের জন্য মেলা । আমি এখনই শীতলকে বলছি প্লিজ তুমি এসো ৷ আমি নিজে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করে নেব৷ সমস্যার সমাধান ।’’