পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"কী করব বুঝিয়ে দেব", সরকারি কর্মীকে 'হুমকি' তৃণমূল বিধায়কের - সরকারি কর্মীকে হুমকি তৃণমূল বিধায়কের

সরকারি নির্মাণ সহায়ককে ফোনে 'হুমকি' তৃণমূল বিধায়কের ৷ ঘাটালের তৃণমূল বিধায়ক শংকর দলুই ওই সরকারি কর্মীকে হুমকি দিয়ে বলেন, "কালীপুজোটা কাটুক ৷ কোথায় পাঠাতে পারি দেখছি ৷ এক মাঘে শীত যায় না ৷ কী করব বুঝিয়ে দেব তোমাকে ৷ কোথায় পাঠাই দেখো ৷"

ঘাটাল

By

Published : Oct 19, 2019, 2:08 PM IST

Updated : Oct 19, 2019, 2:23 PM IST


ঘাটাল, 19 সেপ্টেম্বর : ফোনে সরকারি কর্মীকে হুমকির অভিযোগ ঘাটালের তৃণমূল বিধায়ক শংকর দলুইয়ের বিরুদ্ধে ৷ গতকাল ঘাটাল ব্লকের BDO-কে লিখিত আকারে বিষয়টি জানিয়েছেন সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ঋতেন মান্না ৷ BDO অরিন্দম দাশগুপ্তকে তিনি জানিয়েছেন, বিধায়কের হুমকির জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷ পাশাপাশি তাঁর অভিযোগ, বিধায়কের ফোনের পর লাগাতার প্রাণনাশেরও হুমকি আসছে ৷

পঞ্চায়েতের নির্মাণ সহায়ককে ফোনে বদলি ও দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন তৃণমূল ওই বিধায়ক ৷ এমনই একটি অডিয়ো ভাইরাল হয়েছে ৷ নির্মাণ সহায়ক ঋতেন মান্নাকে করা ওই ফোনে বিধায়ক রীতিমতো হুমকি দিচ্ছেন ৷ বলছেন , "চরিত্রটা আগে জানতাম ৷ আরও একটু প্রকাশ হচ্ছে ৷ BJP-কে তোল্লাই দেওয়া হচ্ছে ৷ BJP-র দালাল ৷ কাটিয়ে দেব ৷ তোমাকে বুঝিয়ে দেব ৷ তুমি সরকারের কর্মী ৷ কালীপুজোটা কাটুক ৷ কোথায় পাঠাতে পারি দেখছি ৷ এক মাঘে শীত যায় না ৷ কী করব বুঝিয়ে দেব তোমাকে ৷ কোথায় পাঠাই দেখো ৷"

এই অডিয়োটি প্রকাশ্যে এসেছে


ঘটনার সূত্রপাত পঞ্চায়েতের MGNREGA প্রকল্পে জব কার্ডধারীদের মাস্টার রোল তৈরি করে তাদের কাজ দেওয়া নিয়ে ৷ সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের কুরান এলাকার কয়েকজন জব কার্ড হোল্ডার কাজ চাওয়ায় নিয়ম মেনে তাদেরও ওই প্রকল্পে কাজ দেন নির্মাণ সহায়ক ঋতেন মান্না ৷ অভিযোগ, এতেই চটে যান তৃণমূল বিধায়ক শংকর দলুই ৷ ওই নির্মাণ সহায়ক বলেন, কে কোন দল করে তা দেখে কাজ বণ্টন করা হয়নি ৷ BDO-র নির্দেশে যারা কাজ চেয়েছিল তাদেরই কাজ দেওয়া হয় ৷ এর মধ্যে কয়েকজন কাজ পাওয়া জব কার্ডধারী নাকি BJP সমর্থক ৷ তা নিয়েই রাগ ঘাটালের তৃণমূল বিধায়কের ৷ ওই BJP সমর্থকদের কেন কাজ দেওয়া হবে সেই প্রশ্ন তোলেন ৷ নির্মাণ সহায়ক পঞ্চায়েত প্রধান, উপপ্রধানকে আড়ালে রেখেই সমস্ত কাজ বণ্টন করছেন বলে অভিযোগ তুলে ক্ষিপ্ত হয়ে শংকরবাবু ফোনেই ওই নির্মাণ সহায়ককে অন্যত্র বদলি ও দেখে নেওয়ার হুমকি দেন ৷

বিধায়কের ফোনের পর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে BDO-কে জানিয়েছেন ঋতেন মান্না ৷ সুষ্ঠুভাবে দপ্তরে যাতে কাজ করতে পারেন, সেই আবেদনও জানিয়েছেন ৷ একজন সরকারি কর্মচারীকে ফোনে বদলি ও দেখে নেওয়ার হুমকি দেওয়া নিয়ে শোরগোল শুরু হয়েছে প্রশাসনিক মহলে ৷ যদিও BDO এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ৷

দেখুন ভিডিয়োয়


তৃণমূল বিধায়ক অবশ্য একে হুমকি বলে মানতে নারাজ ৷ তিনি বলেন, "এটা হুমকি নয় ৷ আমি জনপ্রতিনিধি ৷ আমাদের সরকারের কাজ ঠিকমতো না করলে আমি সরকারি কর্মীদের নির্দেশ দিতে পারি ৷ সরকারের দৃষ্টিভঙ্গি হিসেবে কাজ না করলে ব্যবস্থা নেওয়া হবে ৷ এটাকে কেউ হুমকি মনে করলে হুমকি ৷ "

Last Updated : Oct 19, 2019, 2:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details