তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর বক্তব্য মেদিনীপুর 16 অগস্ট: সারা দেশে দলিতদের উপর অত্যাচার চলছে ৷ বুধবার মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় চত্বরে দাঁড়িয়ে এই কথা বললেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ৷ এই নিয়ে তিনি নাম না করে নিশানা করেছেন বিজেপিকে ৷ তাঁর কথায়, বিশেষ একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরেই দলিতদের উপর অত্যাচার বেড়েছে ৷
প্রসঙ্গত, দিনকয়েক আগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দীর বিরুদ্ধে জাতপাত তুলে কটূক্তি করার অভিযোগ তোলেন ওই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার অমল ভুঁইয়া ৷ সেই নিয়েই বুধবার বিশ্ববিদ্যালয়ে আসে দলিত সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ৷ সেই প্রতিনিধি দলের সঙ্গেই ছিলেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ৷ সেখান থেকে বেরিয়েই দলিতদের উপর অত্যাচার নিয়ে তিনি সরব হন ৷ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিষয়টি তিনি বিধানসভায় তুলবেন বলেও জানিয়েছেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, অমল ভুঁইয়া ওই রেজিস্ট্রারের বিরুদ্ধে ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ৷ মামলা করেছেন কলকাতা হাইকোর্টে ৷ তাঁর অভিযোগ, ওই রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দী তাঁকে নানা সময় অপমানিত করেছেন ৷ জাতপাত তুলেই কটূক্তি করেছেন ৷ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় দায়িত্বে থাকা একাধিক উপাচার্যের কাছেও এই নিয়ে অভিযোগ করেছেন ৷ পুলিশেরও দ্বারস্থ হয়েছেন ৷ কিন্তু কোনও সুরাহা হয়নি ৷ পাঁচ বছর ধরে মানসিক যন্ত্রণা থেকে বাঁচতে তাঁকে রোজ রাতে ঘুমের ওষুধ খেতে হয় ৷
ডেপুটি রেজিস্ট্রারের বিরুদ্ধে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ৷ সেখানেই দলিত প্রতিনিধি দল৷ এই ঘটনার খবর পেয়ে বুধবার বিশ্ববিদ্যালয়ে আসে দলিত সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ও মনোরঞ্জন ব্যাপারী ৷ তাঁরা উপাচার্য সুকান্ত চক্রবর্তীর সঙ্গে এক প্রস্থ বৈঠক করেন । স্মারকলিপি জমা দেন এবং যাওয়ার সময় অমল ভুঁইয়ার সঙ্গে দেখা করেন ৷ পাশাপাশি পুলিশ সুপারের কাছেও তাঁর নিরাপত্তার আর্জি জানিয়ে যান । বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী জানান, এই ঘটনা নিয়ে আগামিদিনে তিনি বিধানসভায় তুলবেন ৷ পাশাপাশি অমল ভুঁইয়ার পাশে তাঁরা থাকবেন । চুনি কোটালের মতো আর কোনও দলিতকে মরতে দেওয়া হবে না ৷
অন্যদিকে নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুলকুমার বৈরাগ্য জানান, প্রয়োজনে এই উপাচার্য ও রেজিস্ট্রারকে তাঁরা দিল্লি টেনে নিয়ে যাবেন । জাতীয় তফসিলি কমিশনে ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে । পাশাপাশি অমল ভুঁইয়া নিরাপত্তাহীনতায় ভুগছেন । তাই জেলার পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তাঁর নিরাপত্তার ব্যবস্থার দাবি জানানো হবে ৷
আরও পড়ুন:আদিবাসীদের মিছিল লক্ষ্য করে কটূক্তির অভিযোগে ডেবরায় পুড়ল তৃণমূলের কার্যালয়
এদিকে এ দিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেটের সামনে অমল ভুঁইয়ার শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দলিত সম্প্রদায়ের বিভিন্ন কর্মীরা । তাঁদের অভিযোগ, অমল ভুঁইয়া দলিত সম্প্রদায়ের মানুষ হয়েও অপমান করছেন দলিত সম্প্রদায়ের মানুষকে । তাই তাঁরা অভিযুক্ত রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দীর পক্ষেই দাঁড়িয়েছেন । তাঁদের বক্তব্য, বর্তমান রেজিস্ট্রার এই ধরনের কাজ করতে পারেন না ।