মেদিনীপুর, 3 জুন : যুবতির নামে সোশাল মিডিয়ায় ফেক প্রোফাইল । সেই অ্যাকাউন্ট থেকে যুবতির বাবা- পরিবারের লোকজনকে আপত্তিকর মেসেজ পাঠানো । রাস্তায় যুবতিকে ভয় দেখিয়ে খুনের হুমকি । অভিযুক্ত মেদিনীপুরের সিপাহি বাজারের এক যুবক । সে স্থানীয় তৃণমূল নেতা হিসেবে এলাকায় পরিচিত। যুবতির পরিবারের অভিযোগ, শাসক দলের সঙ্গে জড়িত হওয়ায়, সেই সুযোগ কাজে লাগিয়েই এমন কাজ করছে সে । শুধু যুবতিকেই নয়, যুবতির বাবা ও ভাইকে প্রাণে মারার হুমকিও দিয়েছে ওই যুবক । যুবতির পরিবারের আরও অভিযোগ, ওই যুবকের বিরুদ্ধে বার বার অভিযোগ জানাতে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা নিতে চায়নি । শাসক দলের সঙ্গে যুক্ত হওয়ায় এবং তৃণমূলের পশ্চিম মেদিনীপুর যুব-র সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তীর ঘনিষ্ঠ হওয়ায় তার বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না । বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা । BJP-র দাবি, মহিলাদের প্রতি এমন লুম্পেন রাজনীতি করে আসছে শাসক দল তৃণমূল ।
কলেজে পড়াকালীন যুবতিকে বিরক্ত করত শেখ আকিব নামে ওই যুবক । সেইসময় যুবতির পরিবারের লোকজন তাকে এমন করতে নিষেধ করে এবং তার নামে অভিযোগ জানায় । তারপর থেকে বিষয়টি কমে যাওয়ার বদলে বেড়ে যায় । যা নিয়ে রীতিমতো নাজেহাল হয়ে যুবতি কলেজ যাওয়াই বন্ধ করে দেয় । এতদিন বিষয়টি এটুকুতেই সীমাবদ্ধ থাকলেও এবার শুরু হয় সোশাল মিডিয়ায় হেনস্থা । যুবতির নামে ইনস্টাগ্রামে প্রোফাইল খুলে, নানা ধরনের ছবি বদলে করে তা তার বাবা-মা'কে পাঠাতে শুরু করে । বাদ যায় না পরিবারের বাকি লোকজনও । যুবতির বিয়ে ঠিক হলে সেখানেও এমন ধরনের ছবি পাঠিয়ে বিয়ে ভেঙে দেয় । এই পরিস্থিতিতে বার বার অভিযোগ জানাতে গেলে হুমকি দেয় যুবক । যুবতির বাবা জানান, ''রাস্তাঘাটে যখন তখন প্রাণে মারার হুমকি দেয় । সে বলে, একটা মেয়েকে অ্যাক্সিডেন্ট করে মেরেছি, আমার কিছু হয়নি । আমার কিছু করতে পারবেন না । রোজই চলছে মেসেজ বা ফোনে আপত্তিকর ভাষায় গালি-গালাজ ।'' তাঁদের অভিযোগ, এই যুবকের কারণে যুবতির উচ্চশিক্ষাও বন্ধ হয়ে যায় । বিয়ে ঠিক করলে তা'ও কাটিয়ে দেয় ।