ডেবরা (পশ্চিম মেদিনীপুর), 3 সেপ্টেম্বর : রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার (Railway Job Fraud) অভিযোগ উঠল এক তৃণমূল (Trinamool Congress) নেতার বিরুদ্ধে ৷ সেই অভিযোগে ওই নেতাকে শনিবার গাছে বেঁধে মারধর করা হয় ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূলের নেতার নাম দিলীপ পাত্র ৷ তিনি এলাকায় তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা হিসেবে পরিচিত৷ আবার তাঁকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সেলিমা খাতুনের অনুগামী বলেও এলাকার লোকজন জানে ৷ অভিযোগ, রেলে চাকরি দেওয়ার নামে তিনি টাকা নিয়েছিলেন বিভিন্ন লোকের কাছ থেকে ৷ তাঁদেরই একজন স্থানীয় সত্যপুর অঞ্চলের বাসিন্দা কানাইলাল মুর্মুর ভাগনে ৷
কানাইলাল মুর্মুর অভিযোগ, আড়াই বছর আগে পাঁচ লক্ষ টাকা নিয়েছিলেন দিলীপ ৷ রেলে চাকরি করিয়ে দেবেন বলে দাবি করেছিলেন ৷ কিন্তু চাকরি তো হয়নি৷ টাকাও ফেরত দেননি তিনি ৷ সেই কারণেই শনিবার দিলীপকে গাছে বেঁঁধে মারধর করা হয় বলে অভিযোগ ৷
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নেতাকে গাছে বেঁধে রাখা হয়েছে ৷ কানাইলাল মুর্মু জানিয়েছেন যে টাকা না পেলে দিলীপকে পাত্রকে তিনি ছাড়বেন না ৷ পুলিশও ঘটনাস্থলে শেষ খবর পাওয়া পর্যন্ত পৌঁছাইনি বলেই জানা গিয়েছে ৷