দাসপুর, 10 নভেম্বর: ডাকা হয়েছিল শাসকদলের একটি জনসভা এবং সেই সভাতে মানুষের ভিড় থাকলেও সংখ্যা কম ছিল মহিলাদের ৷ আর তাতে ক্ষোভে ফুঁসে উঠলেন এলাকার তৃণমূল নেতা (TMC Leader) ৷
তিনি মঞ্চে মন্ত্রী থাকাকালীন নিদান দেন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) পান অথচ মহিলাদের ভিড় নেই কেন ! তাঁরা কেন সভাতে আসছেন না। মন্ত্রীকে বলব মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে এই মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার জন্য। আর এ নিয়ে চাঞ্চল্য জেলাজুড়ে।
দাসপুরের কিষাণ খেতমজুর সংগঠনের সভাতে এই নিদান দেন শাসক দলের নেতা। প্রসঙ্গত, এদিন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের কিষাণ খেতমজুর সংগঠনের উদ্যোগে দাসপুরের সবুজ সংঘের মাঠে একটি জনসভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমানে তৃণমূলের কিষাণ ক্ষেতমজুর সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো-সহ জেলার একাধিক নেতা-কর্মীরা ।