পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Trinamool Congress: প্রকাশ্য সভা থেকে বিজেপি বিধায়কের হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতার

TMC Leader Controversial Comment: পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এক তৃণমূল নেতাকে গত বুধবার মারধরের অভিযোগ ওঠে ৷ তার প্রতিবাদে আয়োজিত সভা থেকে পালটা হুঁশিয়ারি দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন জেলা তৃণমূল নেতা অজিত মাইতি ৷ তিনি ঘাটালের বিজেপি বিধায়কের হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ৷

Trinamool Congress
Trinamool Congress

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 8:28 PM IST

বিজেপি বিধায়কের হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতার

ঘাটাল, 23 সেপ্টেম্বর: ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি । এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরে ৷ বিজেপি বিধায়ক শীতল কপাটও পালটা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ৷

শুধু হাত ভাঙা নয়, তিনি কর্মীদের উজ্জীবিত করে আরও বলেন, ‘‘যারা তৃণমূলের গায়ে হাত দিয়েছে, এক আইনি ব্যবস্থা করো আর তোমাদের যা বন্দোবস্ত করার তোমরা করো ।’’ কারণ, হিসাবে তাঁর দাবি, ‘‘জিন্দেগিতে আর তৃণমূলের গায়ে হাত তোলার সাহস না দেখায় যেন না কেউ ।’’

শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ঘাটাল কলেজ মোড়ে প্রতিবাদ কর্মসূচি হয় ৷ সেখান থেকে তিনি এই কথা বলেন ৷ পাশাপাশি হুঁশিয়ারি দেন শীতল কপাটকে ৷ তিনি বলেন, ‘‘যদি কোনও তৃণমূল কর্মীদের গায়ে হাত দেয়, তাহলে সঙ্গে সঙ্গেই সেই হাত যেন ভেঙে গুড়িয়ে দেওয়া হয় । ঘাটালের ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝিকে মারলে উন্নয়ন বন্ধ হবে, আর বিজেপির কর্মীকে মারলে উন্নয়ন বন্ধ হবে না ।’’

গত বুধবার ঘাটাল ব্লকের ইড়পাড়া গ্রাম পঞ্চায়েতের উপ-সমিতি গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গ্রাম পঞ্চায়েত কার্যালয় চত্বর । একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলে তৃণমূল ও বিজেপি । সেই ঘটনায় বিজেপির পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ ওঠে ৷ এর পালটা হিসেবে ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝিকে মারধরের অভিযোগ উঠে বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ।

সেই ঘটনায় তৃণমূলের অভিযোগের ভিত্তিতে 34 জন বিজেপি নেতাকর্মীদের নামে জামিন অযোগ্য ধারায় মামলা করে পুলিশ । আর তাতে নাম জড়ায় ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটেরও । তারই প্রতিবাদে হওয়া কর্মসূচিতে এসে তীব্রভাবে বিজেপি নেতাদের আক্রমণ করলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের নেতৃত্বরা ।

যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে চরম রাজনৈতিক তরজা । সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, ‘‘কোনও কর্মীরাই যেন চুপ বসে না থাকে । যারা তৃণমূলের গায়ে হাত দিয়েছে এটা যেন দ্বিতীয়বার না ঘটে ।’’ যাঁরা ঘটিয়েছে তাঁদের বিরুদ্ধে যেমন একদিক দিয়ে আইনি ব্যবস্থা হবে, তেমনই অপরদিকে তাঁদের হাত গুঁড়িয়ে দেওয়ার নিদান দেন তিনি । এরই সঙ্গে বিজেপি বিধায়কেরও হাত ভেঙে দেওয়ার হুমকি দেন ৷

তবে পালটা হুঁশিয়ারি দিয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট । তিনি বলেন, ‘‘অজিতবাবু ভুলে যাচ্ছেন এটা পিংলা নয়, এটা ঘাটাল । আসলে তাঁরা কাল প্রতিবাদ সভা করেননি ৷ বরং সন্ত্রাসবাদি সভা করেছেন । আর হুঁশিয়ারি দিতে চাই অজিতবাবুকে, যাঁরা সন্ত্রাসবাদীদের মতো আচার-আচরণ করবেন, তাঁরা পালটা জবাব পাবেন । আমরা শান্তিতে বিশ্বাস করি৷ কিন্তু অশান্তি কেউ করতে চাইলে, তার পালটা প্রতিবাদ-প্রতিরোধ হবে ।’’

ABOUT THE AUTHOR

...view details