দাসপুর, 16 জুলাই:বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে । এর জেরে আইন হাতে তুলে নিলেন গ্রামবাসীরা ৷ ঘটনা শনিবার রাতের ৷ অভিযোগ, পরকীয়া সম্পর্কের সন্দেহে রাতের অন্ধকারে ওই বিদায়ী পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা ও ওই মহিলাকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এমনকী তাদের গায়ে গ্রামবাসীরা ঘোল ঢেলে দেয় বলেও অভিযোগ ৷ ওই তৃণমূল নেতার নাম অনন্ত দোলুই ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের 1 নম্বর ব্লকে ৷ পরে ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় তাঁদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চণ্ডীপুর এলাকার তৃণমূল নেতা অনন্ত দোলুই যিনি এলাকার বিদায়ী পঞ্চায়েত সদস্য, গ্রামের এক বছর ছাব্বিশের গৃহবধূর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল ৷ বাড়িতেও যাতায়াত ছিল তার ৷ দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে । শনিবার রাতেও তিনি ওই গৃহবধূর বাড়িতে যান ৷ আশেপাশের প্রতিবেশীরা তা টের পেয়ে যান। তারা তখন ওই নেতাকে গিয়ে হাতেনাতে ধরা ফেলেন ।