পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Extramarital Affair: বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে তৃণমূল নেতা ও গৃহবধূকে গাছে বেঁধে পেটানোর অভিযোগ - Allegation against Extramarital Affair

বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে গ্রামবাসীদের হাতে নিগৃহীত হতে হল এক তৃণমূল নেতাকে ! এক মহিলাকেও অত্যাচার করা হয় বলে অভিযোগ ৷ সেই দৃশ্য ক্যামেরা বন্দি করে ছড়িয়েও দেওয়া হয় সোশাল মিডিয়ায় ৷

Extramarital Affair
তৃণমূল নেতা ও গৃহবধূকে গাছে বেঁধে চলল বেধড়ক মার

By

Published : Jul 16, 2023, 7:17 PM IST

Updated : Jul 16, 2023, 10:16 PM IST

দাসপুর, 16 জুলাই:বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে । এর জেরে আইন হাতে তুলে নিলেন গ্রামবাসীরা ৷ ঘটনা শনিবার রাতের ৷ অভিযোগ, পরকীয়া সম্পর্কের সন্দেহে রাতের অন্ধকারে ওই বিদায়ী পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা ও ওই মহিলাকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এমনকী তাদের গায়ে গ্রামবাসীরা ঘোল ঢেলে দেয় বলেও অভিযোগ ৷ ওই তৃণমূল নেতার নাম অনন্ত দোলুই ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের 1 নম্বর ব্লকে ৷ পরে ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় তাঁদের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চণ্ডীপুর এলাকার তৃণমূল নেতা অনন্ত দোলুই যিনি এলাকার বিদায়ী পঞ্চায়েত সদস্য, গ্রামের এক বছর ছাব্বিশের গৃহবধূর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল ৷ বাড়িতেও যাতায়াত ছিল তার ৷ দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে । শনিবার রাতেও তিনি ওই গৃহবধূর বাড়িতে যান ৷ আশেপাশের প্রতিবেশীরা তা টের পেয়ে যান। তারা তখন ওই নেতাকে গিয়ে হাতেনাতে ধরা ফেলেন ।

অভিযোগ, এরপর দু'জনকেই গাছে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয় । চলে উত্তম মধ্যম। মহিলার শাড়ি খুলে বেঁধে রেখে দেওয়া হয় গাছে ৷ এরপর তাদের মাথায় ঘোল ঢেলে দেয় গ্রামের মানুষজনেরা। তার উপর চলে ফের একপ্রস্থ মারধর। আর সেই দৃশ্য ক্যামেরা বন্দি করে অনেকেই। সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হতে শুরু হয়েছে সোশাল মিডিয়ায় ৷

আরও পড়ুন:পরকীয়া সন্দেহে স্ত্রীকে 'খুন' স্বামীর, পলাতক অভিযুক্ত

পরে পুলিশ বিষয়টি জানতে পেরে ওই যুগলকে উদ্ধার করে । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় বলেন, "আমরা গতকাল রাতে খবর পেয়ে উদ্ধার করি তাদের। কিন্তু এই বিষয়ে এখনও পর্যন্ত কেউ অভিযোগ জানায়নি ৷ আর অভিযোগ না-হওয়ায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।" তবে এই ঘটনায় গ্রামবাসীরা নিজেদের হাতে আইন তুলে নিলেন কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷

Last Updated : Jul 16, 2023, 10:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details