চন্দ্রকোনা, 27 জুলাই: একদিকে ইডি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) ও 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee) বেআইনি সম্পত্তির খোঁজে রাজ্যজুড়ে জোর তল্লাশি শুরু করেছে ৷ অপরদিকে পার্থর সংস্পর্শে আসা তৃণমূল জেলা চেয়ারম্যানের বিরুদ্ধে তোপ দাগলেন খোদ শাসকদলের পঞ্চায়েত সমিতির সভাপতি (TMC leader alleged another party leader in West Medinipur) ।
রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে । এমনকী বিভিন্ন জেলা থেকেও পার্থর সম্পত্তির হদিশ মিলছে । তা নিয়েই রাজ্য রাজনীতি সরগরম । এবার পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে দলের নির্দেশ অমান্য করে তৃণমূলেরই চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন হীরালাল ঘোষ ।
সোশ্যাল সাইটে পোস্ট করে ক্ষোভ প্রকাশ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির সম্প্রতি রাজ্যের মন্ত্রী গ্রেফতারের পর একপ্রকার জেলার নিচু স্তরের নেতৃত্বদের মধ্যে ক্ষোভ স্পষ্ট । যেখানে দেখা গেল তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি খোদ জেলা তৃণমূল চেয়ারম্যানের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের নাম জুড়ে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলার ঘটনা । প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় করা হয় একটি পোস্ট ৷ আর তাতেই কমেন্ট করে বসেন চন্দ্রকোনা-2 পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ(TMC leader) ।
সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে হীরালাল ঘোষ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ৷ যেখানে তিনি লেখেন, "পার্থবাবুকে দিয়ে আমাদের জেলায় মাইতিবাবু অনেক অনৈতিক কাজ করে দলকে বিড়ম্বনায় ফেলেছেন ।" সোশ্যাল মিডিয়ায় কেন তাঁর এরকম ইঙ্গিতপূর্ণ মন্তব্য ? সে প্রসঙ্গে স্বয়ং হীরালাল ঘোষের কাছে জানতে চাওয়া হলে ক্যামেরার সামনে তিনি জেলা তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করেন । তিনি বলেন, "জেলায় নিচুস্তরের পুরনো নেতা কর্মীদের পাত্তা না-দিয়ে জমিদারি সুলভ আচরণ করে বেড়াচ্ছেন চেয়ারম্যান । আর যা নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে জেলায় ।"
পার্থবাবুকে দিয়ে জেলায় মাইতিবাবু অনেক অনৈতিক কাজ করিয়েছেন, বিস্ফোরক হীরালাল ঘোষ তিনি জানান, একপ্রকার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা দেখিয়ে জঙ্গল মহলে জমিদারি সুলভ আচরণ করে বেড়ান জেলার এই চেয়ারম্যান । তিনি অভিযোগ তুললেন খোদ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান (TMC District chairman) অজিত মাইতির বিরুদ্ধে । তাছাড়া অজিত মাইতির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের যোগসাজশ থেকে গত পৌর নির্বাচনে অনেক অনৈতিক কাজ হয়েছে, যা দলকে বিড়ম্বনায় ফেলেছে বলেও তাঁর অভিযোগ ।
আরও পড়ুন :টালিগঞ্জের পর বেলঘরিয়া, ফের অর্পিতার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার ইডির
মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অবৈধ সম্পত্তির খোঁজখবরে এবং ইতিমধ্যে তদন্তকারী সংস্থার কাজকর্মে উত্তাল হয়েছে রাজ্যে । সেই পরিস্থিতিতে শাসকদলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ বিরোধীদের হাতে অস্ত্র হয়ে উঠবে বলে মত রাজনৈতিক মহলের ।