গৌরা, 8 মে:কুড়মি সম্প্রদায়কে ভুল বুঝিয়ে আন্দোলনে সামিল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করলেন পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি। রবিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গৌরা সোনামুই কুঞ্জবিহারী আদর্শ শিক্ষনিকেতন স্কুল মাঠে একটি মহিলা সম্মেলনের আয়োজন করা হয়েছিল তৃণমূল ৷ সেই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর অজিত মাইতি ৷
সম্মেলনের মঞ্চ থেকে বিধায়ক বলেন, "বিচ্ছিন্ন ভাবে কোনও কোনও জেলায় দু‘- একজন কুড়মি নেতা বাকিদের ক্ষেপিয়ে দিতে ভুল বোঝাতে পারেন ৷ তবে দিল্লিতে গিয়ে আন্দোলন হবে না । দিল্লিতে কুড়মি বিরোধী সরকার বসে আছে ৷ যারা ওদের তপশিলি উপজাতি ভুক্ত করতে চাইছে না তাদের বিরুদ্ধে আন্দোলন করার দম নেই । তাই বাংলায় সরল কুড়মিদের ক্ষেপিয়ে আন্দোলন করতে চাইছেন কয়েকজন নেতা ৷ আমরাও দেখছি । লক্ষ্য রাখছি ।"
অন্যদিকে, সম্প্রতি শালবনীতে পঞ্চায়েত ভোটের প্রচারে কোনও রাজনৈতিক দলকে তাদের দেওয়াল ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন কুড়মিরা । পাশাপাশি তাঁদের পক্ষে ভোট বয়কটের ডাকও দেওয়া হয়েছে । এই প্রসঙ্গে মন্তব্য করতে দেখা গেল বিধায়ককে ৷ তিনি বলেন, "কালকেও মেদিনীপুরের সভায় বলেছি আজও বলছি, যদি কেউ ভেবে থাকে তৃণমূলকে ভোটের প্রচারের দেওয়াল লিখতে দেব না সেটা ভুল ৷"
প্রসঙ্গত, এই সম্প্রদায়কে তপশিলি উপজাতি ভুক্ত করার দাবিতে কয়েকদিন আগেই আন্দোলনে নেমেছিলেন কুড়মিরা । সেই আন্দোলনের রেশ সবেমাত্র থিতিয়েছে ৷ এরইমধ্যে দিন দু‘য়েক আগেই কুড়মিদের নিয়ে মেদিনীপুরে তৃণমূলের জনসভা থেকে বিস্ফোরক মন্তব্য করেছিলেন জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি । সেখানে তিনি উল্লেখ করেন কুড়মি নেতাদের আচরণ খালিস্তানিদের মতো ৷ এই বিস্ফোরক মন্তব্যকে ঘিরে শোরগোল পড়ে যায় জেলার রাজনৈতিক মহলে । শুরু হয় বিতর্ক । এবার আবার কুড়মি নেতাদের নিয়ে কটাক্ষ করতে দেখা গেল অজিতকে ।
আরও পড়ুন: কিছু কুড়মি নেতার আচরণ স্ব-ঘোষিত খালিস্তানিদের মতো, দাবি অজিত মাইতির