দাসপুর, 21 অগস্ট: দায়িত্ব নিয়েও গ্রাম পঞ্চায়েতে প্রবেশ করতে পারছে না প্রধান ৷ তাই চরম উৎকণ্ঠার মধ্যে প্রধান থেকে শুরু করে তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যরা। বৈঠকে কর্মীদের কাছে এমনই জানালেন জয়ী পঞ্চায়েত সদস্য থেকে প্রধান। প্রশাসনের সহযোগিতায় গ্রাম পঞ্চায়েতে প্রবেশ করতে চাই এমনই দাবি করলেন তাঁরা। যদিও অভিযোগের তির দলেরই একাংশের বিরুদ্ধে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের 1 নম্বর ব্লকের সড়বেড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
জানা যায়, সড়বেড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে 15টি আসন নিয়ে গঠিত ৷ এই পঞ্চায়েত নির্বাচনে 15টি আসনের মধ্যে সবকটি আসন তৃণমূলের দখলে। আর দলের নির্দেশ অনুযায়ী, গ্রাম পঞ্চায়েতের প্রধান হওয়ার কথা কমল জানা নামে এক পঞ্চায়েত সদস্যের। এক অংশের অমত থাকার কারণে শুরু হয় ভোটাভুটি। ভোটাভুটিতে কমল জানা পান 6টি ভোট আর তার বিপরীতে কার্তিক চন্দ্র ভুইয়াঁ পান 9টি ভোট। তারপরেই ঠিক হয় কার্তিক চন্দ্র ভুইয়াঁ হবে প্রধান ৷ আর এতেই বাঁধে গণ্ডগোল। কার্তিক চন্দ্র ভুইয়াঁ-সহ তাঁর অনুগামী পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, বোর্ড গঠন হলেও তাঁরা গ্রাম পঞ্চায়েতে প্রবেশ করতে পারছেন না।